সেঞ্চুরিয়ন: ক্রিকেট মাঠে এক অনন্য নজির তৈরি করলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
দক্ষিণ আফ্রিকায় নজির গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ (SA vs Bangladesh) ক্রিকেট দলের সামনে। সেঞ্চুরিয়নে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিলেন টাইগাররা। পরের ম্যাচে হারতে হয়েছে প্রোটিয়াদের কাছে। বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় তথা ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে।
আর ইতিহাসের সামনে দাঁড়িয়ে ব্যক্তি নয়, দেশকেই প্রাধান্য দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব।
মা ও তিন সন্তান-সহ পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে শাকিব দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন। তিনি থেকে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকাতেই। তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলবেন।
নানা তর্ক-বিতর্কের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রোটিয়াভূমে বাংলাদেশের সঙ্গে উড়ে গিয়েছিলেন শাকিব আল হাসান। প্রথম ওয়ান ডে-তে দুরন্ত অর্ধশতরান করে ম্যাচের সেরাও হয়েছিলেন। তবে সিরিজের মাঝপথেই তাঁর পারিবারিক সংকট দেখা দেয়। বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর, শাকিবের তিন সন্তান, মা ও শ্বাশুড়ি একসঙ্গে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রথমে শোনা গিয়েছিল, এর জেরেই ওয়ান ডে সিরিজের পরেই দেশে ফিরে আসবেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। এ-ও শোনা গিয়েছিল যে, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আরও আগেই বাংলাদেশে ফিরবেন শাকিব। কিন্তু সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। পরিবারের সঙ্গে কথা বলার পর আপাতত থেকে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা জালাল ইউনুস বলেছেন, ‘ওর পরিবার একটা বিপদের সম্মুখীন হয়েছে। মানসিকভাবে শাকিব বিধ্বস্ত। তবে তা সত্ত্বেও, খুব গুরুতর কিছু না হলে শাকিব তৃতীয় ওয়ান ডে খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’ শাকিবের এমন অবস্থায় বাংলাদেশ তারকা যা সিদ্ধান্ত নেবেন, বোর্ড তাঁর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ইউনুস। ‘এখানে বিসিবি বা অন্য কারও কোনও সিদ্ধান্ত নেওয়ার কোনও প্রশ্নই আসছে না। শাকিব এমন পরিস্থিতিতে যা সিদ্ধান্ত নেবে, বোর্ড তাতে ওর পাশে থাকবে,’ বলেছেন তিনি।
বর্তমানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ অবস্থায় রয়েছে। ২৩ মার্চ তৃতীয় ওয়ান ডে খেলতে নামবে দুই দল। সেই ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।