নয়া দিল্লি : আইপিএল শুরুর পর্ব থেকে সম্পর্ক। তিনি যখন সহ-মালিক, তখন রাজস্থান রয়্যালসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেন ওয়ার্ন। ক্রিকেটের মেগা-ইভেন্ট আইপিএলের শুরুর বছরেই ওয়ার্নের অধিনায়কত্বে উঠে আসে সাফল্য। ২০০৮ সালের সেই সাফল্যের পর আরও তিনটি মরসুম রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে তুলে নিয়েছেন । এহেন ওয়ার্নের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা অভিনেত্রী ও রাজস্থান রয়্যালসের প্রাক্তন সহ-মালিক শিল্পা শেট্টির। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির সঙ্গে ছবি শেয়ার করে শিল্পা লিখেছন, কিংবদন্তিদের মৃত্যু হয় না।  


২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্ত্বেও, ওয়ার্ন ২০১৩ সাল পর্যন্ত টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যান। ৭৩ টি-টোয়েন্টির মধ্যে ৫৫টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ওয়ার্ন। আইপিএলে  চার মরসুম খেলার আগে, ওয়ার্ন কয়েকটি ম্যাচে হ্যাম্পশায়ার রয়্যালসের প্রতিনিধিত্ব করেছিলেন। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে তিনটি মরসুম খেলেন। তারপর আইপিএল কেরিয়ার শুরু হয়।


অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি লেগস্পিনার ছিলেন তাইল্যান্ডে। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সূত্রের খবর।


ওয়ার্নের ব্যবসায়িক দিক দেখাশোনা করত যে সংস্থা, তাদের তরফে ছোট্ট বিবৃতিতে জানানো হয়েছে যে, তাইল্যান্ডের সামুইয়ের কো-তে ছিলেন কিংবদন্তি। সেখানেই তিনি মারা গিয়েছেন।


অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে।


অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার।