নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোট পেয়ে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধবন। গতকাল তিনি দলের সঙ্গে না যাওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। আজ জানা গেল, টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তে কাউকে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে প্যাট কামিন্সের বলে পাঁজরে চোট পান ধবন। ফিট হয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচে খেলতে নামেন তিনি। কিন্তু সেই ম্যাচের পঞ্চম ওভারে ফিল্ডিং করার সময় অ্যারন ফিঞ্চের মারা একটি শট ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে গিয়ে ফের বাঁ কাঁধে চোট পান ধবন। তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। তাঁর এক্স-রে করা হয়। সেই ম্যাচে আর মাঠে ফিরতে পারেননি এই বাঁ হাতি ওপেনার। তাঁকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ধবনের পরিবর্ত হিসেবে নেওয়া হতে পারে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।