শিখরের এই বার্তায় আপ্লুত পাক ক্রিকেট দলের সমর্থকরা। শোয়েবকে বার্তার জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের 'গব্বর'-কে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৩২ তম ওভারে সিঙ্গল নিতে গিয়ে কলিন মুনরোর ছোঁড়া বল শোয়েবের মাথায় লাগে। তখন স্পিনাররা বোলিং করছিলেন। তাই হেলমেট ছাড়াই ব্যাটিং করছিলেন শোয়েব। তাঁর মাথায় বল এতটাই জোরে লেগেছিল যে, বাউন্ডারির ধারেও তার আওয়াজ এসে পৌঁছেছিল।
সঙ্গে সঙ্গে চিকিত্সা হয় তাঁর। কিছুক্ষণ পরেই ব্যাটিংও শুরু করেন তিনি। কিন্তু পরের ওভারেই আউট হন তিনি। পরে শোয়েব ট্যুইটার মারফত্ জানিয়েছেন, চোট তেমন গুরুতর নয়।