গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমসে ১২ নম্বর সোনা ভারতের, মোট পদক ২৪। ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন শ্রেয়সী সিংহ। ফাইনালে শ্রেয়সীর গড় স্কোর ছিল ৯৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার এমা কক্সের সমান-সমান। ফয়সালা হয় শ্যুট অফে। তাঁর সোনাজয়ের সঙ্গে সঙ্গেই এক ডজন সোনা পকেটে টিম ইন্ডিয়ার।
এদিন ৫০ মিটার পিস্তলে ব্রোঞ্জ পেলেন ওম মিথারওয়াল। ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে আগাগোড়া এগিয়ে থাকলেও ফিনিশিংটা ভাল হল না অঙ্কুর মিত্তলের। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
এদিন ভারতের ঝুলিতে এক ডজন সোনা। চারটি রুপো ও আটটি ব্রোঞ্জ। মোট ২৪ টি পদক নিয়ে পদক তালিকায় তিন নম্বরে টিম ইন্ডিয়া। তবে, পদকসংখ্যা যে আরও বাড়তে চলেছে, সে-বিষয়ে কোনও সন্দেহ নেই। ফর্মের তুঙ্গে মেরি কম। বক্সিংয়ের ৪৮ কেজিতে প্রতিপক্ষকে হেলায় হারিয়ে পৌঁছলেন ফাইনালে। ৭৫ কেজির সেমিফাইনালে বিকাশ কৃষ্ণনও। দুরন্ত গতিতে এগোচ্ছেন ভারতীয় শাটলারেরা। চোট সারিয়ে কোর্টে কামব্যাক করেই সহজ জয় সিন্ধুর। ফিজির প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন মাত্র ১৮ মিনিটে। এগোলেন সাইনা, শ্রীকান্তও।