কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal) থেকে ১৯৭৭ সালে মোহনবাগানে (Mohun Bagan) চলে এসেছিলেন। টানা সাত বছর খেলেছেন সবুজ-মেরুন জার্সি পরে। ১৯৮২ সালে মোহনবাগানের অধিনায়ক ছিলেন। শ্যাম থাপা (Shyam Thapa)। ব্যাকভলির জন্য যিনি ময়দানে বিখ্যাত। সেই শ্যাম থাপাকে এবারের মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ (Mohun Bagan Ratna) দেওয়া হবে । 


ফুটবল সম্রাট পেলের (Pele) ক্লাব কসমসের বিরুদ্ধে খেলেছিলেন শ্যাম থাপা। সেই ম্যাচে গোলও করেছিলেন । কার্লোস আলবার্তো তোরেসের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল কসমস । শ্যাম থাপা সমতা ফিরিয়েছিলেন মোহনবাগানের হয়ে ।  শ্যাম থাপা বলছেন, ”পেলের সঙ্গে দেখা হয়েছে, পেলের সঙ্গে কথা বলতে পেরেছি, পেলের দলের বিরুদ্ধে গোল করতে পেরেছি, এগুলো মোহনবাগানে (Mohun Bagan) খেলার ফলেই সম্ভব হয়েছিল । মোহনবাগান রত্ন পেয়ে আমার আজ খুব ভাল লাগছে।”


২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এই দিনটাকে স্মরণ করে ২০০১ সাল থেকে মোহনবাগান রত্ন প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে চূড়ান্ত নাম বেছে নেন কর্তারা। সেই নাম হল কিংবদন্তি শ্যাম থাপা (Shyam Thapa)৷ প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি।


গত দু’বছর ভার্চুয়াল মাধ্যমে মোহনবাগান দিবস আয়োজন করা হয়েছিল। এ বার পুরোদস্তুর অনুষ্ঠান করা হবে। সেখানেই শ্যাম থাপার হাতে ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার তুলে নেওয়া হবে। ১৯৭৭ সালে মোহনবাগানে সই করেন শ্যাম। সেই সময়ে রেকর্ড ৫০ হাজার টাকা দিয়েছিল মোহনবাগান। মোহনবাগানকে সেবার আইএফএ শিল্ড, রোভার্স কাপ এবং ডুরান্ড জেতান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সে বার বাইসাইকেল কিকে শ্যামের গোল এখনও ময়দানে বিখ্যাত হয়ে রয়েছে।


আরও পড়ুন: ৫০তম জন্মদিনের আগে লর্ডসে জার্সি খুলে ওড়ানোর সেই বিখ্যাত ব্যালকনিতে ফিরলেন সৌরভ