কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে একসময় ইডেন মাতাতেন শুভমন গিল (Shubman Gill)। সেসব দিন এখন অতীত। তবে ইডেন বরাবারই তাঁর পছন্দের মাঠ। সেই পছন্দের মাঠেই দুর্দান্ত এক শতরান হাঁকালেন গিল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৫৫ বলে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেললেন গিল। হাড্ডাহাড্ডি হাই স্কোরিং ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে নয় রানে জয়ও পেল তাঁর দল পঞ্জাব। 


গিল ছাড়া পঞ্জাবের হয়ে এদিন আনমলপ্রীত সিংহ অর্ধশতরান করেন। তিনি ৫৯ রানের ইনিংস খেলেন। নির্ধারিত বিশ ওভারে এই দুুই তারকার ব্যাটে ভর করেই পঞ্জাব চার উইকেটে ২২৫ রান তোলে পঞ্জাব। কর্ণাটকের হয়ে অধিনায়ক তথা তারকা ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ব্যর্থ হলেও, দলের মিডল অর্ডার দুরন্ত লড়াই চালায়। অভিনব মনোহর  সর্বাধিক ৬২ রান করেন। মনীশ পাণ্ডে (৪৫), চেতনরাও (৩৩) রান করেন। শেষের দিকে মনোজ নয় বলে ২৫ ও কৃষ্ণাপ্পা গৌতম ১৪ বলে ৩০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে কর্ণাটককে জয় এনে দেওয়ার চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। ২১৬ রানেই থেমে যেতে হয় কর্ণাটককে। পঞ্জাবের হয়ে রমনদীপ সিংহ দুই উইকেট নিয়ে সফলতম বোলার। 


 



 


বাংলার হার


মরসুম বদলালেও বাংলা ক্রিকেটের বদল হল না। চাপের মুখে নক আউট ম্যাচে ফের ব্যর্থ বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2022) কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে (Bengal vs Himachal Pradesh) চার উইকেটে পরাজিত হলেন অভিমন্যু ঈশ্বরণরা। দলের হয়ে শাহবাজ আমেদের দুরন্ত অর্ধশতরানে ভর করে প্রথমে ব্যাট করে ১৯৯ রান তুললেও, ম্যাচের শেষ বলে হারতে হল বাংলাকে। ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন শাহবাজ। তবে হিমাচলের হয়ে আকাশ বশিষ্ঠ ও নিখিল গাংটার অর্ধশতরানে ভর করে জয় পেল হিমাচল। কাঁওয়ার অভিনয়ও হিমাচলের হয়ে দারুণ পারফর্ম করেন। বল হাতে তিনি চার উইকেট নেন।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়