কলকাতা: অনেকে বলেন, উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর তিনি বাংলার সেরা কিংবদন্তি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৫১ বছর পূর্ণ করলেন আজ, ৮ জুলাই, শনিবার। মহারাজের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আবহ ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team)। সকাল থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।


গত বছর ছিল সৌরভের হাফসেঞ্চুরি। ৫০ পূর্ণ করেছিলেন তিনি। তবে গতবার তিনি ছিলেন ইংল্যান্ডে। সেখানেই তাঁর জন্মদিন ধুমধাম করে পালিত হয়েছিল। স্ত্রী ডোনাও উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডে। কন্যা সানা পড়াশোনার জন্য ইংল্যান্ডেই থাকেন। সেখানেই আয়োজিত হয়েছিল সৌরভের জন্মদিন। ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যরা উড়ে গিয়েছিলেন বিলেতে।


তবে এবার কলকাতায় সৌরভ। সদ্য ফিরেছেন লন্ডন থেকে। আর বাবার জন্মদিন সেলিব্রেট করতে ইংল্যান্ড থেকে কলকাতায় উড়ে এসেছেন সানাও। সৌরভ বলেছেন, 'সানা এখানেই আছে। ছুটিতে বাড়ি ফিরেছে।'


সৌরভ নিজে খুব একটা ধুমধাম করে জন্মদিন পালন করতে চান না। বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন। সিএবি প্রেসিডেন্ট থাকাকালীন ক্লাব হাউসে কেক কাটার ব্যবস্থা করা হতো। এছাড়া সকাল থেকেই বাড়িতে কেক-ফুল ও মিষ্টি নিয়ে হাজির হন ভক্ত, অনুরাগীরা। তাঁদের আনা কেক কাটেন সৌরভ। পারিবারিক সূত্রে খবর, দুপুরে বাড়িতেই খাওয়াদাওয়ার পরিকল্পনা করা হয়েছে। রাত ১২টায় কেক কেটে সেলিব্রেট করেন। কেক পছন্দ করা থেকে শুরু করে গোটা পরিকল্পনাই সাজিয়েছেন কন্যা সানা।


অসুস্থতার পর থেকে এখন খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ সতর্ক থাকেন। খুব বেশি তৈলাক্ত, মশলাদার খাবার খান না সৌরভ। সেই বুঝেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


নিজের জন্মদিনের আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন সৌরভ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে জানান যে তাঁর জন্মদিনের দিনই অনুরাগীদের ইচ্ছামতো বিশেষ কিছু হতে চলেছে। সৌরভের পোস্ট করা ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, 'লিডিং উইথ...'। সেই ছবির ক্যাপশনে সৌরভ লেখেন, 'আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।'  


আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial