কলকাতা: বছরের শুরুটা হয়েছিল ভক্তদের উদ্বেগ বাড়িয়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে বছরের শেষ সপ্তাহেও স্বস্তিতে নেই অনুরাগীরা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক।
তবে আশঙ্কিত হয়ে পড়ার মতো কিছু নেই বলে সকলকে আশ্বস্ত করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের (BCCI President) পরিবারের তরফে। সৌরভের পরিবার থেকে এবিপি লাইভকে জানানো হল যে, তাঁর অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। মঙ্গলবার রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের পরিবার সূত্রে খবর, সৌরভের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে গোটা বিশ্বে নতুন করে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। তাই চিকিৎসকেরা দেখে নিতে চাইছেন যে, সৌরভের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না। যদিও বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত লাল বাড়ির সদস্যরা জানাচ্ছেন যে, এটা নেহাতই রুটিন পরীক্ষা। কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। সেই কারণেই ওমিক্রন পরীক্ষা করা হচ্ছে।
হাসপাতালে সৌরভের চিকিৎসার জন্য সপ্তর্ষি বসু, সৌপ্তিক পাণ্ডা, দেবী শেঠি, আফতাব খান ও সরোজ মণ্ডলকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা সৌরভের চিকিৎসা ব্যবস্থা ও শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। সৌরভের করোনার জোড়া ভ্যাক্সিন নেওয়া আছে। তার পরেও তিনি সংক্রমিত হওয়ায় ঘনিষ্ঠ ও অনুরাগীরা চিন্তিত। তবে স্বস্তির খবর হচ্ছে, সৌরভের স্ত্রী ডোনা ও কন্যা সানার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়েরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। লন্ডনে পড়াশোনা করছেন সানা। তাঁর সঙ্গে ডোনাও লন্ডনে ছিলেন। সম্প্রতি বড়দিন ও নববর্ষের ছুটিতে তাঁরা কলকাতায় ফিরেছেন। আপাতত সকলেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।