আশাবুল হোসেন, মাদ্রিদ : বাংলায় অ্যাকাডেমি গড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত হল মউ। এই পদক্ষেপের জেরে উপকৃত হবে বাংলার ফুটবল, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


লা লিগার (La Liga) মউ সাক্ষর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন 'যে কোনও খেলার উন্নয়নের ক্ষেত্রে স্পোর্টস অ্যাকাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দারুণ এক পদক্ষেপ। স্প্যনিশ ফুটবল কোচেরা বাংলায় যাবেন। বাংলায় ফুটবল কতটা জনপ্রিয়, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। গোটা বিশ্ব স্পেনের ফুটবল সম্পর্কে জানে। একেবারে অল্প বয়স থেকে তরুণ প্রতিভাদের গড়ে-পিঠে তোলার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বাংলার ফুটবলে আগেও স্প্যানিশ সাহায্যের প্রসঙ্গ উল্লেখ করে মহারাজের সংযোজন, 'এর আগে অ্যাটলেটিকো কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। তখন আমরা দেখেছি টেকনিক্যাল সাপোর্ট কাকে বলে। টেকনিক্যাল সাপোর্ট পেলে শুধু ফুটবলই নয়, ক্রিকেট থেকে হকি, সব খেলাতেই উন্নতি হয়। স্প্যানিশ ফুটবলের থেকে সাহায্য মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে মহমেডান, সব ক্লাবই পাবে। ' 


চুক্তি সাক্ষরের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আলাদা করে প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। ভবিষ্যতে আরও বেশি করে ফুটবল-সংযোগের ক্ষেত্রে কি সৌরভকে দেখা যাবে নাকি জানতে চাইলে সৌরভের উত্তর, 'আমি তো ইতিমধ্যে ফুটবলের সঙ্গে জড়িয়ে। ২০১৫ থেকে মোহনবাগানের সঙ্গে জড়িয়ে। প্রথম যেবার চ্যাম্পিয়ন হল, আমি সেবার টিমগঠনের দিকটা সামনে থেকে দেখেছি।' ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে নস্টালজিক সৌরভের সংযোজন, 'আগে তো ফুটবল খেলতাম, পরে ক্রিকেট খেলেছি। বাংলার ফুটবলে পেলে, মারাদোনার মত কত কিংবদন্তি এসেছেন। কিছুদিন আগে (এমিলিয়ানো) মার্টিনেজ ঘুরে গেল। ছোট ছোট ছেলেরা যখন সামনে থেকে এই তারকা ফুটবলারদের দেখবে, তখন, স্কিল সম্পর্কে আরও বেশি করে জানবে।'


এদিন স্পেন সফরের দ্বিতীয় দিনে সেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় ফুটবল অ্যাকাডেমি খোলা নিয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রাজ্য সরকারের। ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ফের 'খেলা হবে' স্লোগান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বাংলার ফুটবলের স্বার্থে স্বাক্ষর করা এই চুক্তির সময় উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল, (East Bengal) মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডানের ৩ কর্তাও।


আরও পড়ুন- লক্ষ্য বাংলার ফুটবলে উন্নতি, সৌরভকে পাশে নিয়ে লা লিগা সভাপতির সঙ্গে বৈঠক সারলেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial