কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিতর্কে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের।


দাদার হয়ে বারবার ব্যাট ধরছেন দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourva Ganguly) বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ ও আইসিসি-তে না যাওয়ার কারণ রাজনৈতিক বলে অভিযোগ করে কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছেন তিনি। আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহকেও।


এই প্রসঙ্গে এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন নিশীথ। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের গর্ব। সৌরভ যদি আরও ভাল জায়গায় যান আমরাই সবচেয়ে খুশি হব।' তিনি প্রশ্ন তোলেন, 'সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করছেন না মুখ্যমন্ত্রী? শাহরুখকে বাদ দিয়ে কেন সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হচ্ছে না?’                       


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুক্রবার বলেছেন, 'কাউকেই আইসিসিতে পাঠাচ্ছে না, এটাই খেলা। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে'। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারতন্ত্র ও রাজনীতির যে অভিযোগ তুলেছেন, তার পাল্টা আক্রমণ শানিয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রাজ্য বিজেপির মুখপাত্রের খোঁচা, 'সৌরভ সিএবি সভাপতি হলে সিএবি-র সম্পূর্ণ তৃণমূলীকরণ হবে না, সেই ব্যথা থেকেই যাবতীয় মন্তব্য।'


মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদলকে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেছেন, 'সৌরভকে রাজনৈতিক বিতর্কে ডেকে এনে তাঁর সম্মান, ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অবদানের সঙ্গে সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। সৌরভের প্রতিষ্ঠাকে বিশ্বাসযোগ্যতার মুখে দাঁড় করাচ্ছে তারা। পাশাপাশি '৮৩-র বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি রজার বিনিকে (সদ্য নিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট) অসম্মান করছে তৃণমূল, ভারতীয় ক্রিকেটে তাঁর কি কোনও অবদানই নেই? আসলে ব্যথা অন্য জায়গায়। ময়দানের সব ক্লাব-ইউনিটগুলোকে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবারতন্ত্র চালাচ্ছে। সেই বৃত্ত সম্পূর্ণ হবে যখন সিএবি-র মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানেও তৃণমূল তাদের করাল থাবা চালিয়ে দিতে পারবে। সৌরভের মতো কেউ থাকতে তো সিএবি-র তৃণমূলীকরণ করা সম্ভব নয়। তাই সেই ব্যথা থেকেই যাবতীয় মন্তব্য।'                                      


আরও পড়ুন: সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন? জল্পনার মাঝে কী বললেন সৌরভ?