সেঞ্চুরিয়ন: কোচ দ্রাবিড়ের সামনেই ব্যাটসম্যান দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের (virat kohli) সামনে। দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে ২২ ইনিংসে টেস্টে মোট ৬২৪ রান করেছেন দ্রাবিড় (dravid)। সেখানে বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র ১০ ইনিংসে সংগ্রহ ৫৫৮ রান। আসন্ন সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন বিরাট দ্রাবিড়কে টেক্কা দেওয়ার জন্য। রাহুল তাঁর কেরিয়ারে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ১টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাটের ঝুলিতে ম্যান্ডেলার দেশে রয়েছে ২ট সেঞ্চুরি ও ২টো হাফ সেঞ্চুরি। 


দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে মোট ১১৬১ রান করেছেন তিনি। গড় ৪৬.৪৪। তালিকায় দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ও তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ১৮ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৬ রান। 


২৬ অগাস্ট সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে ছিটকে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন আনরিক নোখিয়া (Anrich Nortje)। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হল যে, পুরনো চোট না সারায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না নোখিয়া। শুধু প্রথম টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার।


দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণের অন্যতম প্রধান মুখ নোখিয়া। কাগিসো রাবাডা ও নোখিয়াই ভারতীয় ব্যাটিংয়ে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নোখিয়ার গতিতে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। নিয়মিতভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেন নোখিয়া। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও আগুনে গতিতে বল করেছেন। তিনি না খেলায় কিছুটা হলেও সুবিধা হয়ে গেল ভারতের।