কলকাতা: শুভমন গিলের দ্বিশতরান সত্ত্বেও মাইকেল ব্রেসওয়েলের দুরন্ত শতরানে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম ওয়ান ডেতে জয় পেল ভারত। নির্বাসিত হলেন ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দ।


ভারতের জয়


৩৫০ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড দল। সেখান থেকে কার্যত একা হাতেই ম্যাচের রঙ বদলে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। দুরন্ত শতরান হাঁকান কিউয়ি অলরাউন্ডার। তবে শেষমেশ ১২ রানে ম্যাচ জিতল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে চার উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই ম্যাচেও তিনিই ভারতের সফলতম বোলার হিসাবে আবারও চার উইকেট নিলেন।  


নির্বাসিত দ্যুতি


ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দকে (Dutee Chand) নির্বাসিত করল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডা (WADA)। দ্যুতির মূত্রের নমুনায় নিষিদ্ধ উপকরণ থাকায় এশিয়ান গেমসে পদকজয়ী তারকাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হল।


দ্যুতির দেওয়া 'এ'- নমুনায় নিষিদ্ধ উপকরণ পাওয়া গিয়েছে। তারকা স্প্রিন্টারের নমুনায় সার্স ৩৪ অ্যান্ডারিন, ও ডেফিনাইলেডারিন, সার্ম্স এবং লিগানড্রল মেটাবোলাইট পাওয়া গিয়েছে। ওয়াডার ওয়েবসাইট অনুযায়ী এই উপকরণগুলি কোনও অ্যাথলিটের পারফরম্যান্স ভাল করার জন্য ব্যবহার করা হতে পারে। এই উপকরণের মাধ্যমে পেশি ও হাড়ের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণেই এই উপকরণগুলির ব্যবহার নিষিদ্ধ। এর জেরেই নির্বাসিত হলেন দ্যুতি। অবশ্য দ্যুতি এই নির্বাসনের বিরুদ্ধে আপিল করতে পারেন। এছাড়া এরপর তাঁর দেওয়া 'বি' নমুনাটিও পরীক্ষা করা হবে।


আকাশদীপের দাপট


যে মাঠকে বরাবর ঘরোয়া ক্রিকেটে পেসারদের স্বর্গ মনে করা হয়, সেই লাহলিতে গতির আগুন ছোটালেন আকাশ দীপ। বাংলার পেসার ১৩ ওভারে ৬১ রানে নিলেন ৫ উইকেট। তাঁর দাপটে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) হরিয়ানার প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৬৩ রানে। দিনের আলো কমে আসায় এদিন আর বাংলাকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু বৃহস্পতিবার কি আদৌ ব্যাট করতে নামবে বাংলা? নাকি ফলো অন করানো হবে হরিয়ানাকে?


লাহলিতে বাংলা শিবিরে ফোন করে যা নির্যাস পাওয়া গেল, তাতে সাত পয়েন্টের জন্য মরিয়া বাংলা। আর সেই কারণেই ফলো অন করানোর জোর চিন্তাভাবনা চলছে। বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৪১৯ রান। হরিয়ানার চেয়ে ২৫৬ রানে এগিয়ে বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্ল, অধিনায়ক মনোজ তিওয়ারিরা চাইছেন, ফলো অন করিয়ে বিপক্ষকে আরেকবার অল আউট করার জন্য ঝাঁপাতে। যাতে বোনাস পয়েন্ট পাওয়া যায়।


নাদালের হার


স্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বাঁ উরুর চোট নিয়েও ম্যাচে কিছুটা লড়াই চালিয়েছেন নাদাল। তবে লাভের লাভ কিছুই হল না। ৬-৪, ৬-৪, ৭-৫ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদালকে স্ট্রেট সেটে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড (Mackenzie McDonald)।


বুধবার রড লেভার এরিনায় চোট নিয়েও কিন্তু নাদাল লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ যতই গড়ায় নাদালের খেলায় ততই চোটের প্রভাব পড়ে। শেষমেশ নতুন বছরের এখনএ অবধি সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন আমেরিকান ম্যাকডোনাল্ড। তবে নাদাল পরাজিত হলেও সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তিকে রড লেভার এরিনায় উপস্থিত সমস্ত সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। 


দাবায় তুলকালাম


বাংলার দাবাড়ুদের ভয় দেখানো হচ্ছে? চাওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা? অভিযোগের তির দিব্যেন্দু বড়ুয়ার (Dibyendu Barua) দিকে। যা নিয়ে বুধবার তোলপাড় পড়ে গেল বাংলার খেলার ময়দানে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাংলার বিখ্যাত গ্র্যান্ডমাস্টার। দুর্নীতির ওপর থেকে পর্দা সরিয়ে নেওয়ার জন্য তাঁকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন দিব্যেন্দু।


বুধবার বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশন থেকে ই-মেল মারফত সংবাদমাধ্যমকে জানানো হয় যে, বাংলার দাবাড়ুদের হুমকি দিচ্ছেন দিব্যেন্দু ও তাঁর সঙ্গীরা। অভিযোগ করা হয়, দিব্যেন্দুদের সংস্থার অনুমোদিত নয়, এমন টুর্নামেন্টে অংশ নিলেই ভয় দেখানো হচ্ছে দাবাড়ুদের। এমনকী, বলা হয় বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে হেরে গেলেও সারা বাংলা দাবা সংস্থার নামে টাকা আদায় করা হচ্ছে। তাঁদের দাবি না মানলে কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হচ্ছে!


যে ই-মেল ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। এবিপি লাইভের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে। গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। বলেন, 'যারা এই অভিযোগ করেছে, সেই বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশনের কোনও অস্তিত্বই নেই। অল ইন্ডিয়া চেজ ফেডারেশন হচ্ছে ভারতের দাবার প্রধান নিয়ামক সংস্থা। তাদের অনুমোদিত সংস্থা হল সারা বাংলা দাবা সংস্থা।' ঘটনাচক্রে অনুমোদিত যে সংস্থার প্রেসিডেন্ট দিব্যেন্দু।


আরও পড়ুন: হায়দরাবাদে শুভমনের ইতিহাস, কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করলেন গিল