Sports Highlights: মোহনবাগানের ড্র, বাবর-কোহলি সাক্ষাৎ, ভারত এ দলে বাংলার ২, খেলার দুনিয়ার সব খবর
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: ডুরান্ড কাপে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের। বিরাট কোহলি-বাবর আজম সাক্ষাৎ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
মোহনবাগানের ড্র
প্রথম ম্যাচ পরাজয়। দ্বিতীয় ম্যাচে ড্র। ডুরান্ড কাপের (Durand Cup) নক আউট পর্ব থেকে আরও কিছুটা দূরে সরে গেল এটিকে মোহনবাগান (ATK MB)। বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৭৭ মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ-মেরুন শিবির। গত দুই মরসুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত থাকার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখল মুম্বই সিটি এফসি। আর্জেন্তাইন ফরওয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজের গোলে সমতা ফেরায় মুম্বই সিটি এফসি।
বোর্ডের মামলা
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহদের (Jay Shah) ভবিষ্যৎ কী ? তাঁদের মেয়াদ কি পুনর্নবীকরণ করা হবে ? সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে সংস্কার আনা জরুরি ৷ আর সেই কারণেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বুধবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেই বিসিসিআই'য়ের সংবিধান সংস্কার আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে৷
বুধবার জানিয়ে দেওয়া হল, সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের মামলাটিও শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চের তরফে এ কথা জানানো হয়েছে।
মাইলফলক পূজারার
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দৌরাত্ম্য অব্যাহত। পূজারা সাসেক্সের (Sussex) হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বললেও কম বলা হয়। গতকালই তিনি মিডলসেক্সের বিরুদ্ধে এক অনবদ্য শতরান করেন, যা দেখে নেটপাড়ার হইচই পড়ে গিয়েছে।
এ মরসুমেই চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্ট বিশেষজ্ঞ পূজারার কাছে এমনটা আশা করাই যায়। তবে সাসেক্সের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তিনি যে পারফরম্যান্স তা নামী সীমিত ওভারের ক্রিকেটারদের সঙ্গে তুলনাযোগ্যই। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে আট ম্যাচে পূজারা এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন। এছাড়াও দুইটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। মিডলসেক্সের বিরুদ্ধে তিনি ৯০ বলে ১৩২ রানের ইনিংস খেলেন।
বিরাট সাক্ষাৎ
ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ মানেই বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজম (Babar Azam) দ্বৈরথ। বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা ব্যাটার কে, বিরাট না বাবর, তা নিয়ে ক্রিকেট বিশ্বে জোরদার আলোচনা চলে। দুরন্ত ছন্দে আছেন বাবর। কিন্তু বিরাট একেবারেই নিষ্প্রভ। শেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় তিন বছর আগে। ২০১৯ সালে, ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকেই বিরাটের ব্যাটে রানের খরা। আসন্ন এশিয়া কাপে তিনি কেমন খেলেন, দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমী।
এর মাঝেই মাঠের বাইরে সৌজন্যের দারুণ এক ছবি তুলে ধরলেন বিরাট ও বাবর।
এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে প্রত্যেক দল। ভারত ও পাকিস্তানের দল বুধবার অনুশীলন করল জোরকদমে। পাকিস্তান দল প্রথমে মাঠে নামে এবং তারপর ভারতীয় দলও ট্রেনিং করতে পৌঁছয়। পাকিস্তান দল যখন নিজেদের অনুশীলন শেষ করে মাঠ ছাড়ছিল, তখন ভারতীয় দল মাঠে প্রবেশ করছিল। সেই সময়ে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মুখোমুখি হয়েছিলেন।
প্রয়াত ক্রিকেটার
ক্রিকেটে খেলাই ভালবাসা, জীবন, আর সেই ক্রিকেটই কেড়ে নিল প্রাণ। উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব মণ্ডল (Habib Mandal) ক্রিকেট খেলতে গিয়েছিলেন দিল্লিতে। সেইখানে ম্যাচ খেলার সময়ই বলের আঘাতে প্রাণ গেল তাঁর।
কোচ লক্ষ্মণ
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত বিশ্রামে রয়েছেন বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। এবার রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের নামও ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) অন্তর্বর্তীকালীন কোচ ঘোষণা করা হয়েছে।