কলকাতা: বিশ্বকাপের (ODI World Cup 2023) ইতিহাসে দ্রুততম শতরান হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় অস্ট্রেলিয়ার। লখনউয়ে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। স্মৃতি, রিচাদের কোচ হলেন রঞ্জিজয়ী প্রাক্তন ক্রিকেটার অমল মজুমদার (Amol Mazumdar)। দিনের সেরা খেলার খবরগুলোর মধ্য়ে কী কী রয়ছে?


রেকর্ড গড়ে জয় অজিদের


ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ইতিহাসে রেকর্ড গড়ে জয় অস্ট্রেলিয়ার (Australia Cricket Team)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯৯/৮ বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া ৫০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে ডাচরা মাত্র ৯০ রানে অল আউট হয়ে গেল। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল কামিন্সের দল। এটিই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়। টানা দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। রেকর্ড গড়ে শতরান করার জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। 


দ্রুততম ম্যাক্সওয়েল


২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে। গত ১২ বছর ধরে এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ২০১৫ সালে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটি ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছর বিশ্বকাপের মঞ্চে ব্রায়ানের রেকর্ড ভেঙে দেন এইডেন মারক্রাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ফিরোজ শাহ কোটলার মাঠেই ৪৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটার। এবার সেই রেকর্ডও ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল। এদিন ম্যাক্সওয়েল যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৪৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন অজি অলরাউন্ডার। 


লখনউয়ে পৌঁছল ভারতীয় দল


চলতি বিশ্বকাপে তড়তড়িয়ে ছুটছে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এরপর সপ্তাহখানেকের লম্বা বিশ্রামের পর আসন্ন রবিবার, ২৯ অক্টোবর নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও, বুধবার, ২৫ অক্টোবরই নবাবদের শহরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।


আইসিসির নতুন ক্রমতালিকা


ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের নতুন ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। তালিকায় শীর্ষেই রয়েছেন বাবর আজম (Babar Azam)। তবে পয়েন্টের নিরিখে অনেকটাই এগিয়ে গেলেন শুভমন গিল। ৮২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজম । নতুন ক্রমতালিকা প্রকাশের পর দ্বিতীয় স্থানে থাকা গিলের পয়েন্ট ৮২৩। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুইন্টন ডি কক। তাঁর ঝুলিতে রয়েছে ৭৬৯ পয়েন্ট। তালিকায় পরের দুটো নাম রয়েছেন হেনরিচ ক্লাসেন ও ডেভিড ওয়ার্নারের। ২ জনেই এবারের বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করছেন। ক্লাসেন ৭৫৬ ও ডেভিড ওয়ার্নার ৭৪৭ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছেন। 


কোচের দায়িত্বে অমল মজুমদার


নতুন দায়িত্ব পেলেন অমল মজুমদার। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারকে জাতীয় মহিলা দলের কোচ নির্বাচিত করা হল। বিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটা। রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রায় ১০ মাস এই পদ খালি ছিল। অবশেষে সেই পদের জন্য কোচ নির্বাচিত করা হল প্রাক্তন ওপেনার অমল মজুমদারকে। 


প্রায় ২ দশকের ওপর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমল মজুমদার। প্রায় ১১ হাজার রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে নামের পাশে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জিতেছেন। ১১৩টি লিস্ট-এ ম্যাচে অমল মজুমদারের সংগ্রহে রয়েছে ৩২৮৬ রান। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৪টি টি-২০ ম্যাচে মজুমদার সংগ্রহ করেছেন ১টি অর্ধশতরান-সহ ১৭৪ রান।


টিকিটের কালোবাজারি?


সদ্যই ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য বাজারে টিকিট ছাড়া হয়েছে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। এরই সুযোগ নিচ্ছেন চড়া দামে টিকিট বিক্রি করা হচ্ছে বলে একদল সমর্থকের অভিযোগ। যেখানে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য লখনউয়ের একানা স্টেডিয়ামে (Ekana Cricket Stadium) টিকিটের দাম ৪৯৯ টাকা এবং চার হাজার টাকা। সেখানে খবর অনুযায়ী, সেই টিকিট দশ গুণ বেশি দামে পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে খবর।