কলকাতা: বাংলা সিনিয়র দলের পরবর্তী কোচ হলেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। কমনওয়েলথ গেমস থেকেই ছিটকে যাওয়ার পথে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২৫ সালের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। খেলার মাঠের সারা দিনের সব খবর এক ঝলকে।  


ভারতে বসবে ২০২৫ বিশ্বকাপের আসর


চার বছরে তিনটি আইসিসি ইভেন্ট আয়োজিত হতে চলেছে ভারতীয় উপমহাদেশে। ২০২৪ সালে প্রথমবার বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women's T20 World Cup) আসর বসবে। ১০ দলের এই টুর্নামেন্ট আয়োজিত হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এর পরের বছরই ভারতে বসবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের (ICC Women's Cricket World Cup) আসর। অর্থাৎ ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের দুই বছর পরেই এদেশে আয়োজিত হবে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আট দলের এই টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে এবং এটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত।


এর পরের বছর আবার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইংল্যান্ড এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করলেও, প্রথমবার ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০২৪ সালের তুলনায় এই বিশ্বকাপে দলসংখ্যাও ১০ থেকে বেড়ে ১২ হওয়ার কথা। জুন মাসে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এর ঠিক সাত মাস পরে শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি মাসে বসবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির (Women's ICC Champions Trophy) আসর।


বাংলার কোচ লক্ষ্মীরতন, সহকারী সৌরাশিস


মঙ্গলবার (২৬ জুলাই) শীর্ষকর্তাদের উপস্থিতিতেই দলের প্রাক্তন অধিনায়ককে দলের দায়িত্ব দেওয়া হল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) লক্ষ্মীকে দলের নতুন কোচ ঘোষণা করে জানান, 'লক্ষ্মীরতন শুক্লকে সিনিয়র বাংলা দলের কোচের দায়িত্ব দিতে পেরে আমি খুব খুশি। সবদিক বিচার বিবেচনা করে ওকেই আমাদের এই পদের জন্য যোগ্য বলে মনে হয়েছে। বাংলা ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার কথা আমরা সকলেই জানি এবং আমি আশাবাদী ওর অধীনে বাংলা নতুন উচ্চতায় পৌঁছবে।'


প্রধান কোচ ঘোষণা করার পাশাপাশি সিনিয়র দলের আরও দুই গুরুত্বপূর্ণ কোচের নামও আজ ঘোষণা করেন অভিষেক ডালমিয়া। কোচ বদল হলেও, আগের কোচ অরুণ লালের সঙ্গে কাজ করা সৌরাশিস লাহিড়ীই দলের সহকারী কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন বলেও সিএবির তরফে জানানো হয়। পাশাপাশি দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রমনকে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। এই রমনের অধীনেই বাংলা কিন্তু শেষবার ট্রফির স্বাদ পেয়েছিল। নতুন মরসুমে কোচিং স্টাফে এই বদল বাংলার ভাগ্য বদলাতে পারে কিনা, এখন সেটাই দেখার।


ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যাঞ্চেস্টার রোনাল্ডো


সোমবার (২৫ জুলাই) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার এসে আসেন। এরপর মঙ্গলবার সকালে ক্লাবের অনুশীলন মাঠ ক্যারিংটনে এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে গাড়ি করতে ঢুকতে দেখা যায় রোনাল্ডোকে। খবর অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিজের ভবিষ্য়ৎ নিয়েই আজই আলোচনায় বসছেন রোনাল্ডো এবং জর্জ মেন্ডেস। এই বৈঠকের পরেই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে মনে করে হচ্ছে। সূত্রের খবর ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং তিনিও নাকি ইতিমধ্যেই ক্যারিংটনে চলে এসেছেন।


গত মরসুমে শোরগোল ফেলে দিয়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। ব্যক্তিগতভাবে তিনি মন্দ পারফর্ম না করলেও, ক্লাব চূড়ান্ত ব্যর্থ হয়। সেই থেকেই জল্পনার শুরু। এরপর এবারের প্রাকমরসুমেও দলের সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে উপস্থিত ছিলেন না রোনাল্ডো। পারিবারিক কারণে তিনি প্রাক মরসুমে যাননি বলে জানানো হয়। তবে তাতে তার ভবিষ্য়ৎ ঘিরে জল্পনা কমেনি।


ত্রিনিদাদে পৌঁছলেন রোহিতরা 


ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে ত্রিনিদাদ পৌঁছে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ, দীনেশ কার্তিকরা (Dinesh Karthik)। এছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি সদস্যরাও পৌঁছে গেলেন ত্রিনিদাদে (Trinidad)। বিসিসিআইয়ের তরফে ট্যুইটে ও ইনস্টাগ্রামে রোহিতদের টিম হোটেলে ঢোকার ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ত্রিনিদাদে উপস্থিত ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট স্টাফরা বরণ করে নিচ্ছেন ভুবনেশ্বর, অশ্বিনদের।


কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ


ফিটনেসে যে একটু সমস্যা রয়েছে তা বোঝা যাচ্ছিলই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Atheletics Championship) ফাইনালে রুপো জিতলেও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। এবার কমনওয়েলথ গেমস থেকেই ছিটকে যাওয়ার পথে নীরজ চোপড়া (Neeraj Chopra)। সর্বভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব মেহতা জানিয়েছেন, ''নীরজ চোপড়া আসন্ন কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না। তিনি ১০০ শতাংশ ফিট নন। তাই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।''


গত রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর কুঁচকিতে চোট পান। এমআরআই হয়। চিকিৎসকরা তাঁকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবুও আশা করা গিয়েছিল যে হয়ত বার্মিংহ্যাম অলিম্পিক্সের মঞ্চে দেখা যাবে নীরজকে। কিন্তু সেই আশা প্রায় শেষ হয়ে গেল। আর নীরজের ছিটকে যাওয়া মানেই ভারতের একটি নিশ্চিত পদক জয়ের সম্ভাবনা নষ্ট হয়ে গেল। 


আরও পড়ুন: ''ফাইনালের আগে ৩ ঘণ্টা ক্লাস সুভাষ স্যারের, মাঠে নামার আগেই চাপমুক্ত হয়ে গিয়েছিলাম''