কলকাতা: ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। গোল করে দিয়েগো মারাদোনাকে স্পর্শ করলেন লিওনেল মেসি। খেলার দুনিয়ায় সারাদিন কী ঘটল?


মারাদোনার সঙ্গী মেসি


সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্তিনার (Argentina)। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে কাটাছেঁড়া চলছিল গোটা বিশ্বে। 


জবাব দেওয়ার জন্য বিশ্বকাপকেই বেছে নিলেন মেসি। মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে ঝলসে উঠল তাঁর বাঁ পা। বিশ্বকাপে মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্তিনা। ম্যাচের ৬৪ মিনিটে বাঁ পায়ের দুরন্ত মাটি ঘেঁষা ভলিতে গোল করলেন আর্জেন্তিনার অধিনায়ক। সেই সঙ্গে ছুুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে (Diego Maradona)। বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে মারাদোনার মতোই ২১ ম্যাচে ৮ গোল মেসির। কিংবদন্তির রেকর্ড যেদিন স্পর্শ করলেন মেসি, তার আগের দিনই ফুটবলের রাজপুত্রের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গিয়েছে।


ম্যাচ জিতেই প্র্যাক্টিসে


বিশ্বকাপের (Qatar 2022) প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। তবে মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছেন লা আলবিসেলেস্তেরা। গোল পেয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। বাঁ পায়ের মাটি ঘেঁষা ভলিতে গোল করেন তিনি।


দলের হয়ে দ্বিতীয় গোল করেন ২১ বছরের তরুণ এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez)। মেক্সিকো বক্সের ডান প্রান্ত থেকে ডান পায়ের ইনস্টেপে দুরন্ত গোল করেন তিনি। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জেতার কয়েক ঘণ্টা পরেই ফের মাঠে নেমে পড়লেন মেসি। রবিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে প্র্যাক্টিসে হাজির মেসি।


আর্জেন্তিনার যে সমস্ত ফুটবলার শনিবার রাতের ম্যাচে খেলেননি, সেই ১৩ জনকে প্র্যাক্টিসে ডেকেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেখানেই রদ্রিগো দি পলকে নিয়ে হাজির হন মেসি। 


সতর্ক এনরিকে


বিশ্বকাপে (Qatar 2022) নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছে স্পেন। ৭-০ গোলে চূর্ণ করেছে কোস্তা রিকাকে। রবিবার ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে জার্মানির বিরুদ্ধে নামছে স্প্যানিশ আর্মাডা। যে ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে স্পেনের। এমনকী, ড্র করলেও শেষ ষোলোয় যাওয়া আটকাবে না।


আর এই পরিস্থিতিতে ফুটবলারদের জন্য কোনও ফতোয়া জারি করতে চান না স্পেনের কোচ লুইস এনরিকে (Luis Enrique)। বরং তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চান না এনরিকে। স্পেনের কোচ বলেছেন, 'ফুটবলাররা যদি ম্য়াচের আগে স্ত্রী বা প্রেমিকাদের সঙ্গে সময় কাটাতে চায়, আমি বাধা দেব না। এটা তো স্বাভাবিক।'


তবে দলের ফুটবলারদের সতর্কও করে দিয়েছেন এনরিকে। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের উদ্দাম জীবনযাপন চান না তিনি। বলেছেন, 'আমি চাই না ম্য়াচের আগের রাতে কেউ উদ্দাম সময় কাটাক।


পরাজিত জাপান


বিশ্বকাপে (FIFA World Cup) শোরগোল ফেলে দিয়েছিল জাপান। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল জাপান। গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে ৭ গোলে হেরেছিল কোস্তা রিকা (Japan vs Costa Rica)। যে ফলের পর আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল, রাশিয়া বিশ্বকাপের মতোই কাতারেও না গ্রুপ থেকেই ছিটকে যেতে হয় জার্মানিকে।


কিন্তু থোমাস মুলারদের অক্সিজেন দিয়ে গেল কোস্তা রিকা। রবিবার তারা জাপানকে ১-০ গোলে হারিয়ে দিল। সেই সঙ্গে গ্রুপ ই-তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল। রবিবার জার্মানি যদি স্পেনকে হারিয়ে দেয়, বা, ম্যাচ ড্র করে, তাহলেও শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে থাকবে।


ভেস্তে গেল ম্যাচ


আজ হ্যামিলটনে দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ 2nd ODI)। ম্যাচে বিঘ্ন ঘটালেন বরুণদেব। বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। বুধবার (৩০ নভেম্বর) ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ক্রাইস্টচার্চের হেজলি ওভালে একে অপরের মুখোমুখি হয়। 


ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে মাত্র ৪.৫ ওভার পরেই বৃষ্টির জন্য প্রথমবার ম্যাচ থামাতে হয়। সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। দীর্ঘক্ষণ বৃষ্টিক জন্য ম্যাচ থেমে থাকে। শেষমেশ নির্ধারিত হয় প্রতিটি দল ২৯ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। সেইমতোই ম্যাচ শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার দুই বল পরেই ভারত অধিনায়ক শিখর ধবনকে মাত্র তিন রানে সাজঘরে ফেরত পাঠান ম্যাট হেনরি। ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।


বেলজিয়ামের পরাজয়


কাতার বিশ্বকাপ (Qatar World Cup) আর অঘটন যেন সমার্থক হয়ে গিয়েছে। ফের ছোট দলের হাতে বড় দলের যন্ত্রণার হার। বিশ্বকাপে যাদের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল, সেই বেলজিয়ামকে ২-০ গোলে চূর্ণ করল মরক্কো (Belgium vs Morocco)।


মরক্কো ম্যাচ জিততেই জমে উঠেছে গ্রুপ এফ-এর পয়েন্ট টেবিল। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অপ্রত্যাশিতভাবে শীর্ষে উঠে এল মরক্কো। ২ ম্যাচের একটি জিতে আর একটি পরাজিত হয়ে ৩ পয়েন্ট কেভিন দ্য ব্রুইনদের ঝুলিতে। তাঁরা রয়েছেন তালিকায় দুই নম্বরে। তিনে রয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচ ড্র করে ১ পয়েন্ট রয়েছে ক্রোটদের ঝুলিতে। কানাডা ১ ম্যাচ খেলে কোনও পয়েন্ট না পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলে সকলের নীচে। রবিবারই মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও কানাডা। সেই ম্যাচের পর পাল্টে যেতে পারে গ্রুপের ছবি।