কলকাতা: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার সামনে উত্তর প্রদেশ। খেলার দুনিয়ার সারাদিন।
ভারতের সহজ জয়
টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁরা বিশ্বের তাবড় দলকেও চাপে ফেলে দেন। অঘটন ঘটান। তাঁদের দলের একাধিক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলেন না আফগানরা (IND vs AFG)। মোহালিতে ১৫ বল বাকি থাকতে কার্যত একপেশেভাবে আফগানিস্তানকে হারাল ভারত। ৬ উইকেটে।
ভারতের যে জয় দলগত পারফরম্যান্সের ফসল। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তারপর ব্যাটারদের সাবলীল ব্যাটিং। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়ক রোহিত শর্মার শুরুতেই রান আউটের ধাক্কা তাই কাবু করতে পারল না টিম ইন্ডিয়াকে।
লক্ষ্য ১৫৯ রানের। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।
তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।
কাঁটা ভুবির স্যুইং
কনকনে ঠান্ডা। সঙ্গে কুয়াশার চাদর। সময়ে ম্যাচ শুরু করা নিয়েই রয়েছে প্রশ্নচিহ্ন।
সেই সঙ্গে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচে সবুজ আভা। পেস বোলারদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়াতে পারে বাইশ গজ। দোসর পরিবেশ ও পরিস্থিতি। আর সেই মঞ্চেই দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে ফিরছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বাংলার (BEN vs UP) বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে তিনিই উত্তর প্রদেশের জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। যা চিন্তায় রাখছে বাংলা শিবিরকে।
প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে বাংলাকে। প্রথম ইনিংসের লিড হজম করতে হয়েছিল মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary)। ম্য়াচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলা পাচ্ছে না আকাশ দীপকে। ভারতীয় এ দলে রয়েছেন ডানহাতি পেসার। তাঁর পরিবর্তে রঞ্জি ট্রফিতে অভিষেক হবে পেসার সূরজ সিন্ধু জয়সওয়ালের। বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন। উত্তর প্রদেশের বিরুদ্ধে তাঁর রঞ্জি অভিষেক হতে চলেছে।
যশস্বীর চোট
ধরেই নেওয়া হয়েছিল যে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ইনিংস ওপেন করবেন। কিন্তু বৃহস্পতিবার ভারতের প্রথম একাদশেই নেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে কারা রয়েছেন ভারতের একাদশে।
যে তালিকায় বড় চমক, যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতি। কিন্তু কেন খেলছেন না যশস্বী? টিমলিস্ট দেখার পর থেকেই কৌতূহলী হয়ে পড়েন সকলে। জানা যায়, চোট রয়েছে জয়সওয়ালের। কিন্তু বুধবার ভারতের প্র্যাক্টিসের সময়ও পুরোদমে অনুশীলন করেছিলেন বাঁহাতি ব্যাটার। তাহলে এমন কী হল?
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, যশস্বীর ডান কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে তিনি খেলছেন না।
ইস্টবেঙ্গলের চমক
দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সব কিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন ইয়াগো ফালকে (Iago Falque)। যিনি স্পেনের যুব দলে খেলেছেন। স্পেনীয় ফরওয়ার্ড কবে পা রাখছেন এদেশে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ইস্টবেঙ্গল ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে ফালকের সইয়ের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ভিসা পেলেই ভারতে পা রাখবেন ফালকে।
ক্লাব ফুটবলে এএস রোমার হয়ে দু’বছর খেলেছেন ইয়াগো। ২০১৫-১৭ সাল পর্যন্ত ইতালির ক্লাব রোমাতে খেলেছেন তিনি। সেই সময় লিভারপুল তারকা মহম্মদ সালাহও খেলতেন ওই ক্লাবে। তোরিনো, রায়ো ভায়েকানো, টটেনহ্যাম হটস্পার, সাদাম্পটনের মতো ক্লাবেও খেলেছেন ইয়াগো। কলম্বিয়ার একটি ক্লাবের হয়ে গত বছর খেলেছেন ৩৪ বছরের এই স্প্যানিশ ফরওয়ার্ড।
দ্য ওয়ালের জন্মদিন
দল যখনই বিপাকে পড়ত, ঝলসে উঠত তাঁর ব্যাট। দাঁতে দাঁত চেপে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করতেন। হয়ে উঠতেন দলের রক্ষাকর্তা। যে কারণে তাঁকে ডাকাই হতো মিস্টার ডিপেন্ডেবল। কেউ কেউ বলতেন, দ্য ওয়াল। চীনের প্রাচীরের মতো যিনি প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে পড়তেন টিম ইন্ডিয়ার (Team India) ত্রাতা হিসাবে। সেই রাহুল শরদ দ্রাবিড় (Rahul Dravid) বৃহস্পতিবার ৫১ বছর পূর্ণ করলেন।
আরও পড়ুন: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে