কলকাতা: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিস ম্যাচ খেলবেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের জয়। খেলার দুনিয়ার সারাদিন।


রাহুল-শ্রেয়সের প্র্যাক্টিস ম্যাচ


সামনেই এশিয়া কাপ। যে টুর্নামেন্টের দল নির্বাচন হবে দিন কয়েকের মধ্যে। তারপরই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে কি সম্পূর্ণ সেরে উঠেছেন কে এল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?


বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দুই তারকা। গোটা দুয়েক প্র্যাক্টিস ম্যাচ খেলবেন তাঁরা। 


এই সপ্তাহে প্র্যাক্টিস ম্যাচগুলি খেলার কথা রাহুল ও শ্রেয়স আইয়ারের। সেই ম্যাচদুটি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দুজনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর। আগামী সপ্তাহে, ২০ অগাস্ট এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। তার আগে রাহুল ও শ্রেয়সের শারীরিক অবস্থার আপডেটের দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও।


ইস্টবেঙ্গলের জয়


ডার্বি জয়ের রেশ এখনও আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে ময়দানকে। নন্দ কুমারের দুরন্ত গোলে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) জয়ের স্মৃতি রোমন্থনে মগ্ন লাল-হলুদ জনতা। তার মাঝেই কলকাতা লিগে (Calcutta Football League) জিতল ইস্টবেঙ্গল। সোমবার কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এল ইমামি ইস্টবেঙ্গল।          


যদিও সহজে জয় পায়নি লাল-হলুদ শিবির। বরং বেশ কষ্ট করে এসেছে জয়। ম্যাচের ১৫ মিনিটে অভিষেকের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে দেয় পুলিশ। ৪৭ মিনিটে পুলিশের হয়ে গোল শোধ করেন জগমিৎ। তারপর বেশ চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৮৮ মিনিটের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ ফুটবলাররা। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ শেষ হয় ২-১ গোলে।


ফিনের অবসর


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সম্প্রতি যিনি হাঁটুর চোটে কাবু হয়ে পড়েছিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন ফিন। 


সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ফিন। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে।


এক বিবৃতি দিয়ে ফিন বলেছেন, 'আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।' 


২০০৫ সালে মিডলসেক্সের হয়ে ক্রিকেট শুরু করেন ফিন। কেরিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও নিজের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ডানহাতি এই পেসার।


এএফসি পরীক্ষা


ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। বুধবার ম্যাচ নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে। তার আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো সমর্থকদের কাছে সময় চেয়ে নিলেন।


শনিবার মরশুমের প্রথম ডার্বি হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। কারণ ছন্দের নিরিখে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের শুরুতেও ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু ডার্বিতে সেই ছন্দ হারিয়েছে জুয়ান ফেরান্দোর দল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয়েছে ম্যাচ। 


ডুরান্ড কাপের ডার্বির পরাজয় ভুলে এএফসি কাপের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান মোহনবাগান কোচ ফেরান্দো। নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান হেড কোচ ফেরান্দো বলেছেন, 'আগের ম্যাচে কী হয়েছে তা মনে রাখতে চাই না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। কারণ সামনেই আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফলে ম্যাচ কঠিন হবে। আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ডার্বি নিয়ে আমরা আর ফিরে তাকাচ্ছি না। এএফসি কাপ নিয়ে ভাবছি।'


নেমারকে নিয়ে জল্পনা


গত মরশুমের মাঝপথে ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। নতুন মরশুমের আগে সাদিও মানে, রবার্তো ফির্মিনোর মতো একগুচ্ছ তারকা এশিয়ার না না ক্লাবে যোগ দিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী এবার নেমারও (Neymar Jr) সেই পথই অনুসরণ করতে চলেছেন।


মরশুম শুরুর আগে নেমারের ক্লাব প্যারিস সঁ জরমঁ (Paris Saint-Germain) ছাড়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। তিনি নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে বার্সার বর্তমান আর্থিক অবস্থা এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাঁর বাবাও এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তবে তিনি যে এ মরশুমেই পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এশিয়ার সফলতম ক্লাবগুলির অন্যতম আল হিলালে (Al Hilal) যোগ দিতে চলেছেন নেমার। এই ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা দুই বছরের চুক্তি স্বাক্ষর করবেন বলে খবর।