কলকাতা: প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব (Mohammed Habib)। বয়স হয়েছিল ৭৪ বছর। সৌদির ক্লাব আল হিলালে যোগ দিলেন নেমার। কলকাতা লিগে আটকে গেল মোহনবাগান। খেলার দুনিয়ার সারাদিন।


প্রয়াত হাবিব


প্রয়াত ভারতীয় ফুটবলের কিংবদন্তি মহম্মদ হাবিব (Mohammed Habib)। কলকাতা ময়দান যাঁকে কুর্নিশ করত বড়ে মিঞা নামে। মঙ্গলবার হায়দরাবাদের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৪ বছর।


মহম্মদ হাবিবের ভাইপো, আরেক কিংবদন্তি ফুটবলার আকবরের ছেলে হাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। স্মৃতিশক্তি হারিয়েছিলেন। বাকশক্তিও হারিয়েছিলেন। হায়দরাবাদের বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন।


মঙ্গলবার ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে উৎসবের আবহ। আর সেদিনই ভারতীয় ফুটবলে দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। মঙ্গলবার সন্ধেবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


মাত্র ১৭ বছর বয়সে ১৯৬৬ সালে হায়দারাবাদ থেকে কলকাতায় এসে ইস্টবেঙ্গলে নাম লেখান। তারপর প্রায় ১৮ বছর কখনও মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল আবার কখনও মহামেডানের জার্সিতে ময়দান কাঁপিয়েছেন।


আল হিলালে নেমার


অবশেষে সম্ভাবনাই সত্যি হল। ২ বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার।  মোট চুক্তির অঙ্ক ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকা। মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে নেমারের দলে আসার খবরের নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক কথাবার্তার পর পুরনো ক্লাব পিএসজি ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন নেমার। মেডিক্যাল টেস্টও হয়ে গিয়েছিল তাঁর। এরপর আজ চুক্তিপত্রে সই করেছেন ব্রাজিল তারকা। ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পিএসজিকে দেওয়া হবে। উল্লেখ্য, ফরাসি ক্লাবটির হয়ে ৬ মরসুম খেলেছেন নেমার। পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলে মোট ১১৮ গোল করেছেন। ৫টি খেতাবও জিতেছেন। পিএসজি সভাপতি আল খেলাইফি জানিয়েছেন, ''নেমার সব সময় আমাদের ক্লাবে কিংবদন্তি হিসাবে গণ্য হবেন। ছ’বছর আগে যে দিন প্রথম নেমার পিএসজিতে এসেছিলেন, সেই দিনটি কখনও ভুলব না। আমাদের ক্লাবে তাঁর আবদানের কথাও ভোলা সম্ভব নয়।''


মোহনবাগানের ড্র


ডুরান্ড কাপের ডার্বিতে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। এবার কলকাতা লিগে (Calcutta Football League)। যে টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে মঙ্গলবার আটকে গেল আর্মি রেডের কাছে।


কলকাতা লিগে গোলের প্লাবন চলছিল মোহনবাগানের। একাধিক ম্যাচে ৫ গোল দিয়েছে সবুজ মেরুন শিবির। তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের জয়রথ থামিয়ে দিল আর্মি রেড। কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে আর্মি রেডের সঙ্গে মোহনবাগানের ম্যাচ শেষ হল ২-২ গোলে।


ক্ষুব্ধ দীপা


এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক। এবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট।


দীপা কর্মকার (Dipa Karmakar) জানিয়ে দিলেন, তাঁর চিঠির কোনও জবাব না দিয়ে মনোবল ভেঙে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


২০১৬ সালের রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা। আগরতলার কন্যা ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। এশিয়ান গেমস ট্রায়ালেও সেরা হয়েছিলেন। কিন্তু তার পরেও এশিয়ান গেমসের দলে রাখা হয়নি দীপাকে। নিয়মের জাঁতাকলে। বলা হয়, শেষ ১২ মাসে দেশের সেরা আট জিমন্যাস্টের মধ্যে থাকতে না পারার জন্য দীপাকে বাদ দেওয়া হয়েছে। যদিও ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ২ বছর নির্বাসিত ছিলেন দীপা তাই তাঁর পক্ষে কোনও ভাবেই ব়্যাঙ্কিং উন্নত করার সুযোগ ছিল না।


দীপা বাদ পড়ার পর দিন দুয়েক আগে বোমা ফাটিয়েছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। সাইয়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এবার দীপাও ক্ষোভ উগরে দিলেন। তাও সোশ্যাল মিডিয়ায়।


হাসারাঙ্গার আচমকা অবসর


তাঁর স্পিনের ভেল্কিতে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা কুপোকাত হয়ে যান। তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসাবে গণ্য করেন অনেকেই। তবে সকলকে চমকে দিয়ে আচমকাই অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তি অনুসারে তিনি সীমিত ওভারের ক্রিকেটে মনোনিয়োগ করতে আগ্রহী। সেই কারণেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।