কলকাতা: আজ দুবাইয়ে আইপিএলের মিনি অকশন। এবেখায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের এক বছর পার। খেলার দুনিয়ার সারাদিন।


মরুশহরে আইপিএলের নিলাম


আজ আইপিএলের নিলাম। ১৯ ডিসেম্বর, মঙ্গলবার মরুশহর দুবাইয়ে বসছে আইপিএলের (IPL) নিলাম। নিলামের টেবিলে তোলা হবে ৩৩৩ ক্রিকেটারকে। প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। 


বিশ্বজয়ের এক বছর


তাঁর স্বপ্নপূরণের এক বছর পূর্ণ। আবেগে ভাসছেন লিওনেল মেসি (Lionel Messi)। ২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও ফ্রান্স (ARG vs FRA)। সেই ফ্রান্স, যাদের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে ২০১৮ সালের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্তিনা। কাতারে রুদ্ধশ্বাস ও নাটকীয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। তাদের তৃতীয় বিশ্বকাপ।


সোমবার সেই জয়ের এক বছর সম্পূর্ণ হল। আর বিশেষ এই দিনে আবেগপূর্ণ বার্তা দিলেন মেসি। নিজের সোশ্যাল মিডিয়ায় আধুনিক ফুটবলের সর্বশ্রেষ্ঠ তারকা লিখলেন, 'কেরিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর পার। অবিস্মরণীয় স্মৃতি, যা গোটা জীবন থেকে যাবে। সকলকে বর্ষপূর্তির শুভেচ্ছা...'। সঙ্গে আর্জেন্তিনার নীল-সাদা পতাকা ও বিশ্বকাপ ট্রফির ইমোজিও পোস্ট করেন এলএমটেন।


সিরিজ জয়ের সুযোগ


জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন বল করতে নামছিলেন ভারতের (IND vs SA) পেস ত্রয়ী অর্শদীপ সিংহ, মুকেশ কুমার ও আবেশ খান, ওয়ান ডে ক্রিকেটে তিনজনের মিলিত উইকেট সংখ্যা ছিল ৭! সেই পেস-ত্রয়ীই দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে অল আউট করে দেন। স্যুইং ও সিম বোলিংয়ের আদর্শ পরিবেশ, সঙ্গে দোসর অসমান বাউন্স, প্রোটিয়া ব্যাটিংয়ে থরহরিকম্প ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসাররা।


সিরিজে ১-০ এগিয়ে ভারত, এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মঙ্গলবার এবেখায়। তবে মঙ্গলবারের ম্যাচ দিন-রাতের। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়। গত চার বছরেরও বেশি সময় এবেখায় কোনও ওয়ান ডে ম্য়াচ হয়নি। তবে এই মাঠে খুব একটা বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। গত ১২ বছরে আটটি ওয়ান ডে ম্য়াচে কোনও তিনশো রানের ম্যাচ হয়নি। দক্ষিণ আফ্রিকার মাঠগুলির মধ্যে সবচেয়ে মন্থর উইকেট এবেখাতেই। ভারতীয় শিবির তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।


বিগ বি-র ক্রিকেট দল


তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিগ বি এবার সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন। শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। সেই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ। প্রসঙ্গত, আইএসপিএল হল টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট। যা খেলা হবে স্টেডিয়ামে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রথম পর্বের টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বইয়ে। ২ থেকে ৯ মার্চ। টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। ছ'টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। মুম্বই ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর।


বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে জট


মরুশহর দুবাইয়ে বসছে নিলামের আসর। আগামী আইপিএলের জন্য সময়ও বার করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪ সালে ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল (IPL 2024)। তবে লোকসভা ভোটের দিনক্ষণ জেনে সূচি চূড়ান্ত করা হবে। জানা গিয়েছে, নিলামের আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজ়িল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় - এই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে, আইপিএলের জন্য তাদের ক্রিকেটার ছাড়তে কোনও সমস্যা নেই। তবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ার্ল্যান্ড শর্তসাপেক্ষে ক্রিকেটার ছাড়বে।