কলকাতা: বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারার মঞ্চ ভারত-অস্ট্রেলিয়ার (Ind vs Aus)। শুক্রবার মোহালিতে দুই দলের প্রথম ওয়ান ডে। চোট পেয়ে বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নোখিয়া। এশিয়ান গেমসে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত। খেলার দুনিয়ার সারাদিন। 


ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে


বিশ্বকাপ (ODI World Cup) শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। চূড়ান্ত প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs Aus)। কাকতালীয় হলেও, বিশ্বকাপেও দুই দল অভিযান শুরু করবে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর। চেন্নাইয়ে।


তার আগে ৬ দিনের মধ্যে তিনটি ওয়ান ডে খেলতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে। যে সিরিজে দুই দলেরই লক্ষ্য থাকবে শেষ মুহূর্তের তুলির টান আরও নিখুঁত করে তোলার। সেই সঙ্গে এটা নিশ্চিত করার যে, বিশ্বকাপের আগে নতুন করে যেন আর চোট-আঘাতের কাঁটা না হাজির হয়।


বিশ্বকাপের আগেই জোরাল ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। হাত ভেঙেছে ট্র্যাভিস হেডের। বিশ্বকাপ থেকে সম্ভবত ছিটকেই গিয়েছেন তিনি। অন্যদিকে, অক্ষর পটেলের চোট নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না অক্ষর।


দায়িত্বে শ্রীরাম


এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। একমাত্র সান্ত্বনা বলতে, সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছিল তারা।


ভারতের মাটিতে বিশ্বকাপের আগে এবার ভারতের এক ক্রিকেটারের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনারকে দায়িত্ব দিল বিসিবি। তিনি শ্রীধরন শ্রীরাম (Sridharan Sriram)। ২৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শ্রীরাম। সেখানে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ খেলার কথা।


ধাক্কা দক্ষিণ আফ্রিকার


বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে আয়োজিত মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন না দলের দুই তারকা পেসার। অনরিক নোখিয়া (Anrich Nortje) ও সিসান্দা মাগালা (Sisanda Magala)। চোটের জন্য দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। 


নোখিয়ার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। অন্যদিকে মাগালার বাঁ পায়ের হাঁটুতে চোট। দুজনের পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অ্যান্ডাইল ফেলুকায়ো ও লিজ়াড উইলিয়ামসকে পরিবর্ত হিসাবে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।


সুনীলের গোলে জয়


চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম ম্যাচে ৫-১ বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে (Indian Football Team)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন সুনীল ছেত্রীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুনীল ছেত্রীর (Sunil Chhetri) In পেনাল্টিতে জয় পায় ভারত। 


প্রথমার্ধে ভারতীয় দল গোটাটাই দাপট দেখালেও গোলের দরজা খুলতে পারেনি। ওপার বাংলার হয়ে তেকাঠির নীচে দাঁড়ানো মিতুল তিনটি সেভ করেন। দ্বিতীয়ার্ধেও দুই দল যে খুব বেশি গোলের সুযোগ পেয়েছিল, তেমনটা কিন্তু নয়। স্য়ামুয়েল কায়ন্সির ফ্রি-কিক বারে লেগে ফিরে আসায় এক সময় তো মনে হচ্ছিল ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। তবে ম্যাচের একেবারে শেষের দিকেই ভাগ্য ভারতীয় দলের সহায় হয়।


ব্রাইস মিরান্ডা বাংলাদেশ বক্সের একদম সামনেই একটি দূরপাল্লার পাস থেকে বল পায়ে পেয়ে যান। বাংলাদেশ অধিনায়ক রহমত মিঞা তাঁকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতীয় দল পেনাল্টি পায়। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন এবং একেবারে ঠান্ডা মাথায় গোলের বাঁ-দিকের কর্নারে বল জড়িয়ে দেন। অবশেষে ১-০ লিড নিতে সক্ষম হয় ভারত। ইগর স্তিমাচের ভারতীয় দল শেষ পর্যন্ত নিজেদের লিড বজায় রাখতে সক্ষম হয়। এই ম্যাচ জিততে পারায় ভারতীয় দলের নক আউটে পৌঁছনোর আশা বজায় থাকল।


শাহরুখ-গম্ভীর সাক্ষাৎ


বিগত দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁর লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফেরার জল্পনা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এবার সেই জল্পনা আরও উস্কে দিলেন নাইট তারকা নীতীশ রানা (Nitish Rana) স্বয়ং।


সদ্যই 'বলিউড বাদশা' শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌতম গম্ভীর। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'ওঁ শুধু বলিউডের কিং নন, হৃদয়েরও কিং। আমাদের প্রতিটি সাক্ষাতের পরে আমি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে ফিরি। আপনার থেকে অনেক কিছু শেখার রয়েছে। নিঃসন্দেহে সর্বসেরা।'


গোটা পোস্টটিতে খেলা সংক্রান্ত কোনও কথা না থাকলেও, নেটিজেনদের মধ্যে জল্পনা থামছে। এরই মাঝে গত বছর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া নীতীশ রানা গম্ভীরের সেই পোস্টটি পুনরায় শেয়ার করে তাঁর 'ঘরওয়াপসির' জল্পনা উস্কে দেন। রানা লেখেন, 'নিজের নিজের ক্ষেত্রের দুই কিংগ। এটা কি প্রত্যাবর্তনের পূর্বাভাস?'