কলকাতা: আইপিএলের (IPL 2024) প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশিত। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ অভিষেক আকাশ দীপের। আইএসএলে ফের হার ইস্টবেঙ্গলের (East Bengal FC)। খেলার দুনিয়ার সারাদিন।


আইপিএলের নির্ঘণ্ট


অপেক্ষা ছিলই। কিন্তু বলা হচ্ছিল, লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখে ঘোষণা করা হবে ২০২৪ সালের আইপিএলের (IPL 2024) সূচি। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। ঘোষণা করা হল আইপিএলের সূচি। তবে পুরো টুর্নামেন্টের নয়। ঘোষণা করা হল প্রথম ২১ ম্যাচের সূচি।


প্রত্যাশা মতোই ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ে সেদিন মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, প্রথম দিনই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার লড়াই।


কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা জানতে আগ্রহী, কবে শুরু হচ্ছে নাইটদের অভিযান? ২৩ মার্চ, অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেআর। এবং প্রথম ম্যাচই ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। 


আজ শুরু ডব্লিউপিএল


শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডব্লিউপিএলের (WPL 2024) দ্বিতীয় মরশুম। প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে তাদের সামনে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা আগের বার ফাইনালে হেরে রানার আপ হয়েছিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি।


আকাশের অভিষেক?


বাজ়বল (Bazball) জমানায় কোনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে সাতটি টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে। ড্র করেছে বাকি তিন সিরিজ (IND vs ENG)। ইংরেজদের যে দর্পচূর্ণ করার সুযোগ ভারতের হাতে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। রাজকোটে ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া।


রাঁচিতে ভারতের বোলিং শক্তি নিয়ে সংশয় থাকছে। চোটের জন্য মহম্মদ শামি গোটা সিরিজেই নেই। আইপিএলেও তিনি খেলতে পারবেন না। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ১৭ উইকেট নিয়ে চলতি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাই। তাঁর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের সঙ্গে ভারতের জোরে বোলিং আক্রমণ সামলাবেন কে? বাংলার দুই পেসার দলে। মুকেশ কুমার ও আকাশ দীপ। তবে ভারতের নেট প্র্যাক্টিস থেকে যা ইঙ্গিত, তাতে আকাশ দীপের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি। 


ফের হার ইস্টবেঙ্গলের


ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কখনও পরপর দু’টি ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বৃহস্পতিবার জামশেদপুরে সেই প্রথা ভাঙার জায়গায় গিয়েও ফিরে আসতে হল তাদের। ৮০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পর ৮১ মিনিট ও স্টপেজ টাইমের সাত মিনিটের মাথায় গোল খেয়ে হারতে হল তাদের। 


ম্যাচের শেষ ১৬ মিনিটের মধ্যে জামশেদপুর দু’টি গোল করার আগেই ব্যবধান বাড়ানোর একাধিক সহজ সুযোগ পায় লাল-হলুদ বাহিনী। সেই সুযোগগুলি হাতছাড়া করার মাশুলই এ দিন দিতে হল কার্লস কুয়াদ্রাতের দলকে, যারা এই ম্যাচ জিতলে ইস্পাতনগরীর দলকে টপকে সাত নম্বরে উঠে যেত। কিন্তু তা হতে দিল না, লাল-হলুদের প্রাক্তনীতে ভরা দলটি। 


আলভেসের জেল


তরুণীকে যৌন হেনস্থা। আর তার জেরে সাড়ে চার বছরের কারাবাস। ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।


স্পেনের বার্সেলোনার একটি আদালতে দানি আলভেসের (Dani Alves) বিরুদ্ধে কড়া রায় শুনিয়েছে। চলতি মাসেই তিনদিনের শুনানি হয়েছিল মামলার। সেখানে ৪০ বছর বয়সী ব্রাজিলের তারকা ফুটবলার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তবে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। সাড়ে চার বছরের কারাবাস দিয়েছে ব্রাজিলের তারকাকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন আলভেস।