কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ২১৯ রানে ৭ উইকেট পড়ে গেল ভারতের। আইএসএলে মোহনবাগানের ড্র (MBSG)। আকাশ দীপের অজানা গল্প। খেলার দুনিয়ার সারাদিন।
চাপে ভারত
প্রথম দিনের প্রথম সেশন দেখার পর অনেকেই মনে করছিলেন যে এই ম্য়াচে ভারত অনায়াসেই জয় ছিনিয়ে নেবে। কিন্তু রাঁচি টেস্টের সময় যত এগোল ততই ম্য়াচ আরও রোমাঞ্চকর হয়ে উঠল। প্রথম দিনের শেষ দুটো সেশন ও দ্বিতীয় দিনের পর অবশ্য খেলা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের (India vs England) ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২১৯ রান তুলতে পেরেছে ভারত। এখনও পর্যন্ত প্রথম ইনিংসেই ১৩৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে আছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তৃতীয় দিনের শুরুতে কতটা মিরক্যাল দেখাতে পারবেন এই দুই তরুণ?
মোহনবাগান আটকে গেল
সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার। ওড়িশা এফসি-কে (Odisha FC) হারাতে পারলেই আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কিন্তু শনিবার গোলশূন্য ড্র করল দুই দল। অজস্র গোল নষ্টের খেসারত দিতে হল। আর্মান্দো সাদিকু (Armando Sadiku) একাই দুটি সোনার সুযোগ নষ্ট করেন। তা না হলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশাও ম্যাচ জিততে পারত। দিয়েগো মউরিসিওর শট ক্রসপিসে ধাক্কা খেয়ে ফিরে আসে।
আশার নাম আকাশ
বিরিয়ানি দূর অস্ত, সামান্য একটা রোলের কথা শুনলেও যেন আঁতকে ওঠেন আকাশ দীপ (Akash Deep)। মশালাদার খাবার, ফাস্ট ফুড খেলে বড় মঞ্চে সফল হওয়ার স্বপ্ন দেখবেন কীভাবে? সংকল্পে অটুট তরুণ তাই হাসিমুখে কোচকে বলে দিতে পারেন, স্যর, রোল নয়, চিকেন স্টু খাব।
আকাশ দীপ। শুক্রবারের আগে পর্যন্ত কলকাতা ময়দানের বাইরে অনেকেই যাঁর নাম পর্যন্ত শোনেননি। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England Test Series) টেস্ট অভিষেক হয়েছে শুক্রবার। আর ভারতীয় দলের ৩১৩ নম্বর টেস্ট ক্যাপ হাতে পেয়েই শিরোনামে উঠে এসেছেন ডানহাতি পেসার। যাঁর গতি ও স্যুইংয়ের হদিশ পাননি ইংরেজ ব্যাটাররা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন আকাশ। এমনকী, যশপ্রীত বুমরার অভাবও অনেকটাই ঢেকে দিয়েছিলেন।
ছাত্রের সাফল্য দেখে গর্বে বুক ফুলে উঠছে সৌতম মিত্রের (Soutam Mitra)। কলকাতায় এসে প্রথম যাঁকে কোচ হিসাবে পেয়েছিলেন আকাশ। যাঁর হাত ধরেই টেনিস বল ক্রিকেটের তারকার ডিউস বলে সাধনা শুরু। এবিপি আনন্দে আকাশের উড়ান-কাহিনি শোনালেন সৌতম। বলছিলেন, 'সালটা সম্ভবত ২০১৭। ভিডিওকন অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল আকাশ। খুব জোরে বল করত। তবে একটু এলোমেলো বোলিং করত। প্রথমে দেখেই ওকে ভাল লেগে গিয়েছিল। বুঝেছিলাম, সঠিক পরিচর্যা হলে এ ছেলে অনেক দূর যাবে।'
বোপন্নার নতুন চ্যালেঞ্জ
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) পুরুষদের ডাবলসে জিতেছিলেন রোহন বােপন্না (Rohan Bopanna)। ডাবলসে ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে গিয়েছেন বর্ষীয়ান এই টেনিস তারকা। এবার আসন্ন ইন্ডিয়ান ওয়েলস ২০২৪ (Indian Wells 2024) টুর্নামেন্টে ভারতের হয়ে কোর্টে নামতে চলেছেন বোপন্না। একই সঙ্গে সিঙ্গলসে ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগালকেও দেখা যাবে টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ওয়েলস।
মানবিক সচিন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরের এক প্যারা ক্রিকেটার কীভাবে হাজারাে শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। এই ভিডিও চোখ এড়ায়নি সচিন তেন্ডুলকরের। নিজের সােশ্যাল মিডিয়ায় প্যারা ক্রিকেটার আমির লোনের ভিডিও শেয়ার করেছিলেন। এবার সেই আমিরের সঙ্গে দেখাও করলেন মাস্টার ব্লাস্টার। নিজের সই করা ব্যাটও উপহার দিলেন তিনি। আমি মাথা নীচু করে সচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমিরের প্রতি বার্তা সচিনের, ''তুমি সবার অনুপ্রেরণা''।