কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) পুরুষদের ক্রিকেটে সোনা ভারতের। আইএসএলে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। খেলার দুনিয়ার সারাদিন।
রুতুরাজদের সোনা
বৃষ্টিতে ভেস্তে গেল ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) ক্রিকেটের স্বর্ণপদক ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত (IND vs AFG)। ব়্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকায় আফগানদের বদলে সোনা এল ভারতের ঝুলিতে।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। বৃষ্টির জেরে এমনিই দেরি করে শুরু হয় এই ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই জুবেইদ আকবারিকে মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরত পাঠান শিবম দুবে। মহম্মদ শেহজাদও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। পরের ওভারেই চার রানে তাঁক আউট করেন অর্শদীপ সিংহ। মাত্র নয় রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে আফগানরা।
ইনিংসের চতুর্থ ওভারে আফগানদের সমস্যা আরও বাড়ে। মাত্র এক রানে রান আউট হয়ে নুর আলি জাদরানকে ফিরতে হয়। ১২ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল আফগানিস্তানের ইনিংস। এমন পরিস্থতিতে শাহিদুল্লা এবং আফসার জাজাই ইনিংস সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৩৭ রান যোগ করেন। তবে জাজাই একেবারেই দ্রুত গতিতে রান করতে পারছিলেন না। তাঁর ইনিংস থামান রবি বিষ্ণোই। করিম জানাতও এক রানের বেশি করতে পারেননি। ৫২ রানে আফগানিস্তানের অর্ধেক দল সাজঘরে ফেরে।
অপরদিকে, পরপর উইকেট পড়তে থাকলেও অবশ্য শাহিদুল্লা ক্রিজে টিকে থেকে নিজের লড়াই চালাতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন গুলবদিন নাইব। ষষ্ঠ উইকেটে দুইজনে মিলে ৪৫ বলে ৬০ রান যোগ করেন। ১৮.২ ওভারে আফগানিস্তান পাঁচ উইকেটের বিনিময়েই ১১২ রান তোলে। তবে এমন অবস্থায় ফের একবার ম্যাচে বৃষ্টি ঘটায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ভারতীয় দল ব্যাটিংই করতে নামতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয়। তবে সোনা জিত নেয় ভারত।
কবাডিতে জোড়া সোনা
চূড়ান্ত বিতর্কের পর ইরানকে হারিয়ে ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) সোনা জিতল ভারতীয় পুরুষ কবাডি দল (Indian Men's Kabaddi team)। এই নিয়ে গেমসের ১৪তম দিনে পঞ্চম সোনা জিতল ভারত। ইরানকে ৩৩-২৯ স্কোরলাইনে হারায় ভারত। তবে এক বিতর্কের জেরে ম্যাচের ফলাফল নির্ধারিত হতে বেশ অনেকটা সময় লাগে।
ভারতীয় মেয়েরাও আজ সোনা জিতেছেন। চিনা তাইপেকে ফাইনাল ম্যাচে ২৬-২৫ স্কোরলাইনে হারাল ভারতীয় মহিলা কবাডি দল (Indian Women's Kabaddi Team)। চিনা তাইপের বিরুদ্ধে প্রতিযোগিতার শুরুতে ভারত ৩৪-৩৪ স্কোরলাইনে ড্র করেছিল। তাই এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা ছিল। হলও তাই। অবশ্য শুরুতে ভারতীয় মহিলা দল লিড নিয়ে নিতে সক্ষম হয়। ১৪-৯ স্কোরলাইনে এগিয়ে যায় ভারতীয় মহিলা দল। প্রথমার্ধে ভারতীয় রেডাররা ছয়টি বোনাস পয়েন্ট নিতে সক্ষম হন। তবে দ্বিতীয়ার্ধে চিনা তাইপে দুরন্তভাবে লড়াইয়ে ফেরে। দ্বিতীয়ার্ধে ভারতের থেকে চিনা তাইপেই অধিত পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে চিনা তাইপে ১৬ পয়েন্ট পায়। ভারতের ভাগ্যে জটে ১২ পয়েন্ট। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে ম্যাচ জিতে নেয় ভারত। ব
বাবা হলেন নেমার
বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেমার জুনিয়ার (Neymar Jr)। নেমার ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) কোলে এল ফুটফুটে এক কন্যাসন্তান। শনিবার সকালেই (ভারতীয় সময় অনুযায়ী) নেমার নিজের সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের জন্মের কথা সকলকে জানান।
ব্যাডমিন্টনে ইতিহাস
ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) জুটি। ভারতকে এশিয়ান গেমসের (Asian Games 2022) ইতিহাসে ব্যাডমিন্টন থেকে প্রথমবার স্বর্ণপদক এনে দিলেন এই তারকা শাটলার জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়ার ওনহো কিম এবং চইকে ২১-১৮ , ২১-১৬ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার জুটি। এটি ১৯তম এশিয়ান গেমসের ১৪তম দিনে ভারতের চতুর্থ স্বর্ণপদক।
মোহনবাগানের জয়
চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2023) প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Supergiants), শনিবার রাতে ম্যাচটি চলাকালীন এ কথা বলে না দিলে বোঝার কোনও উপায়ই ছিল না। যে আত্মবিশ্বাস ও আধিপত্য নিয়ে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এ দিন রাজত্ব করে মোহনবাগান এসজি, তাতে একবারও মনে হয়নি এটি তাদের প্রতিপক্ষ চেন্নাইনের ঘরের মাঠ।
শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে এ দিন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে ৩-১-এ হারাল গতবারের কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি। চলতি লিগে টানা তৃতীয় জয় পেল তারা। এ দিন ২২ মিনিটের মাথায় দিমিত্রিয়স পেট্রাটস প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাড়তি সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান জেসন কামিংস। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমান রাফায়েল ক্রিভেলারো। কিন্তু পরবর্তী মিনিটেই গোল করে দলের জয় নিশ্চিত করেন মনবীর সিং।
চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কি গ্যালারি ভরবে? বিশ্বকাপের আঁচ কি এবার সত্যিই টের পাওয়া যাবে?
শনিবার রাত পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ হয়ে গিয়েছে। যার মধ্যে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মতো বড় দলের ম্যাচও হয়ে গিয়েছে। কিন্তু গ্যালারি ভরছে কই? মেরেকেটে হাজার পাঁচ-সাতেক লোক হচ্ছে প্রত্যেক ম্যাচে। যে ছবি দেখে প্রশ্ন উঠে গিয়েছে, ভারতের মতো ক্রিকেটপাগল দেশে এই দৃশ্য কি অশনি সংকেত? টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের যুগে ওয়ান ডে ক্রিকেট কি তবে বিলুপ্তির ভয় ধরাচ্ছে?
সব আশঙ্কা দূর হয়ে যেতে পারে যে ম্য়াচে, তা হল ভারত বনাম অস্ট্রেলিয়া। অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া নামছে ঘরের মাঠে। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম কানায় কানায় ভরে যেতে পারে। আর সেই ছবি অক্সিজেন দিতে পারে গোটা টুর্নামেন্টকে।
তবে ভারতের সামনে অগ্নিপরীক্ষা কারণ, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।