কলকাতা: কিংস কাপের সেমিফাইনালে ইরাকের কাছে টাইব্রেকারে হারল ভারত। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ট্রফি শুক্রবার থাকবে ইডেনে। খেলার দুনিয়ার সারাদিন।


টাইব্রেকারে হার


ভারতীয় ফুটবলের ইতিহাস বলছে, ইরাককে কখনও হারাতে পারেনি ব্লু টাইগার্স। এর আগের ৬ বারের সাক্ষাতে পাঁচবার পরাজিত হতে হয়েছে। একবার ড্র হয়েছিল ম্যাচ।


বৃহস্পতিবার তাইল্যান্ডে ৪৯তম কিংস কাপের সেমিফাইনালে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। যে ম্যাচে দু-দুবার এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দুবারই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় ইরাক। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ২-২ ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্টের নিয়ম মেনে হয় টাইব্রেকার। সেখানে ৫-৪ গোলে ভারতকে হারিয়ে দিল ইরাক।


সুপার সিক্সে ইস্টবেঙ্গল


ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারের রেশ এখন যেন অতীত। ফের বড় জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগে (CFL 2023) জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ বাহিনি। সেই সঙ্গে গ্রুপ বি-র শীর্ষে থেকে পৌঁছে গেল সুপার সিক্সে। অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল


ইডেনে বিশ্বকাপ


শুক্রবার কলকাতায় আসছে ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup) ট্রফি। সন্ধ্যায় যা প্রদর্শিত হবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবে আতসবাজির প্রদর্শনী ও আলোর রোশনাই। সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পড়ে শোনাবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।


সিএবি-র (CAB) তরফ থেকে বিভিন্ন খেলার এক ঝাঁক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ় থেকে শুরু করে ফুটবলার বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী - আমন্ত্রিত তারকাদের তালিকা বেশ লম্বা। তবে বৃহস্পতিবার সিএবি থেকে জানা গেল, আসার ব্যাপারে এখনও নিশ্চয়তা দেননি কেউই। ফলে বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে কতটা চাঁদের হাট বসবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।


আইএসএলের সূচি


আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৩-২৪ মরশুম। এই নিয়ে দশম বছরে পা দিচ্ছে আইএসএল। ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল।


ডিসেম্বর পর্যন্ত লিগের যে সূচি ঘোষণা করেছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল), তাতে এ বারের আইএসএলের প্রথম কলকাতা ডার্বি হবে ২৮ অক্টোবর। ওই দিন রাত আটটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই দ্বৈরথ।


আইএসএলের মধ্যেই যেহেতু মুম্বই সিটি এফসি-র এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) এএফসি কাপ ম্যাচ পড়বে, তাই সেই কথা মাথায় রেখেই তাদের ম্যাচ ফেলা হয়েছে। এ ছাড়াও ভারতীয় দলের ম্যাচ রয়েছে এই সময়। ফলে এ বার টানা আইএসএল করা সম্ভব হবে না। নভেম্বরে তাই ১৭ দিন আইএসএল সাময়িক ভাবে বন্ধ থাকবে।


শেষ চারে বোপান্নারা


যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) রোহন বোপন্নার (Rohan Bopanna) বিজয়রথ অব্যাহত। অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না। দেড় ঘণ্টার ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয় সেটে যুক্তরাষ্ট্রেরই জ্যাকসন উইথরো ও ন্যাথানিয়েল ল্যামন্সকে পরাজিত করে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।