কলকাতা: আইপিএল খেলতে শহরে মিচেল স্টার্ক। ডব্লিউপিএল খেতাব গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরে। এক নজরে খেলার সব খবর।


শহরে স্টার্ক


ছয় বছর আগে তাঁকে দলে নিলেও, খেলতে পারেননি তিনি। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা। তবে অবশেষে সেই অপেক্ষা ঘুচতে চলেছে। আইপিএলের ১৭তম সংস্করণ শুরুর আগে, রবিবার, ১৭ মার্চই শহরে চলে এলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান তারকার আগমনের কথা এক বিবৃতিতে জানানো হয়। 


ডব্লিউপিএল চ্যাম্পিয়ন আরসিবি


১৬ মরশুমে বিরাট কোহলিরা যা, পারেননি, ঠিক সেটাই করে দেখালেন স্মৃতি মান্ধানারা। ডব্লিউপিএলের (WPL 2024) দ্বিতীয় মরশুমেই দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (DC vs RCB)। আরসিবির হয়ে বল হাতে সোফি মলিনিউ (Sophie Molieux) তিন এবং শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) চার উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন। ব্যাট হাতে এলিস পেরি (Ellyse Perry) ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। 


প্রথমে ব্যাটে নেমে এদিন মাত্র ১১৩ রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। জবাবে স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইন ৪৯ রানের ওপেনিং পার্টনারশিপে আরসিবির হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। দুই ওপেনার আউট হলে বাদ বাকি কাজটা পেরি করেন। মাথা ঠান্ডা রেখে পরিপক্ক ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।


পারলেন না লক্ষ্য


প্রদীপের শেষ সলতের মত তিনি জ্বলছিলেন। সিন্ধু, চিরাগদের বিদায়ের পরও তাঁকে নিয়ে স্বপ্ন ছিল। সুযোগ ছিল প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপীচাঁদের সঙ্গে একই সারিতে নিজের নাম লেখানোর। তিনি চেষ্টা করলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। অল ইংল্যান্ড ওপেনের (All England Open 2024) সেমিতেই দৌড় শেষ হল ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের (Lakshya Sen)। ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে হেরে গেলেন লক্ষ্য। ম্য়াচের ফল ক্রিস্টির পক্ষে ২১-১২, ১০-২১, ২১-১৫। প্রায় ৬৮ মিনিটের লড়াইয়ের পর ম্য়াচে হার শিকার করে নেন লক্ষ্য। 


এদিন প্রথমে গেমে বারবার এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ছিলেন লক্ষ্য। শেষ পর্যন্ত প্রথম গেমটি হেরে বসেন তিনি। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন উত্তরাখণ্ডের তরুণ। ২১-১২ ব্যবধানে ক্রিস্টি প্রথম গেমটি জিতে যান। দ্বিতীয় গেমে অবশ্য লক্ষ্য ফিরে এসেছিলেন। স্ট্রেট গেমে জেতার সুযোগ ছিল ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন প্লেয়ারের কাছে। কিন্তু তিনি একবার পিছিয়ে পড়ার পর সেই গেমে আর ফিরতে পারেননি। পুরো গেমটিই হেরে যান। 


তৃতীয় গেমে অবশ্য ফের ফিরে আসেন ক্রিস্টি। লড়াই করেন লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত হয়ত অভিজ্ঞতার কাছেই হার মানে হয় বিশ্বের ১৮ নম্বর ভারতের এই ব্যাডমিন্টন তারকাকে। ২১-১৫ ব্যবধানে ফাইনাল গেম জিতে ম্য়াচ পকেটে পুরে নেন ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী। উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও অল ইংল্যান্ডে ফাইনালে উঠেছিলেন লক্ষ্য। সেবার ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছিলেন তিনি। এবার ফাইনালেও উঠতে পারলেন না। এর আগে কোয়ার্টার ফাইনালে এর আগে এই টুর্নামেন্ট জিতেছিলেন ভারতের হয়ে প্রকাশ পাড়ুকোন ১৯৮১ সালে ও পুলেল্লা গোপীচাঁদ ২০০১ সালে। ২৩ বছর পর আবার একবার অল ইংল্যান্ড ওপেন জয়ের সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে। 


শ্রেয়সের ফিটনেস নিয়ে উদ্বেগ


২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ। আর মরশুমের দ্বিতীয় দিনই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। নতুন মরশুমের আগে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে কেকেআর। তবে এখনও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত।


আজ, রবিবার, ১৭ মার্চ ইডেনে নিজেদের খেলোয়াড়দের টিম গোল্ড ও টিম পার্পেল, দুই দলে ভাগ করে একটি অনুশীলন ম্যাচ খেলছে কেকেআর। সেই ম্য়াচেই শ্রেয়স আইয়ারের ফিল্ডিং দেখার পর তাঁর ফিটনেস নিয়ে বড় রকমের প্রশ্ন উঠে গেল। ম্যাচে শ্রেয়স আইয়ার মিড অফে ফিল্ডিং করার সময় ফিল সল্টের এক ড্রাইভে বল বাঁচাতে গিয়ে নিজের কোমরই নামাতে পারেননি। এখানেই শেষ নয়। বেঙ্কটেশ আইয়ারের এক শট ক্যাচ ধরার প্রচেষ্টা করলেও, তিনি বল পর্যন্তও পৌঁছতে পারেননি। এই দুই ঘটনায় কেকেআর সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে।


চেন্নাইয়ে তারকা কিউয়ি ত্রয়ী


আইপিএল খেলতে চেন্নাই পৌঁছে গেলেন নিউজিল্য়ান্ডের তিন ক্রিকেটার ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। তিনজনই সিএসকে দলের সদস্য। প্রথম জন ও তৃতীয় জন আইপিএলে আগে খেললেও রাচিন রবীন্দ্র এর আগে কখনও আইপিএলে অংশ নেননি। তিনি প্রথমবার এই মেগা ক্রিকেট টুর্নামেন্টের অংশীদার হতে চলেছেন। সিএসকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় তিন কিউয়ি তারকার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার ছবি পোস্ট করেছে। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে।


ধ্রুবকে স্বাগত


ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন ধ্রুব জুড়েল। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্য়ান্সের পর নিজের বাবাকে স্যালুট জানিয়েছিলেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে সেনাবাহিনীতে ছিলেন ধ্রুবর বাবা। রাঁচি টেস্টে অর্ধশতরান হাঁকানোর পর তা নিজের বাবাকে উৎসর্গ করেন ধ্রুব। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বেশ। আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন ধ্রুব। দলের সঙ্গে শনিবারই যোগ দিলেন তিনি। টিম হোটেলে পৌঁছতেই অভিনব সংবর্ধনা পান ধ্রুব। হোটেলের স্টাফরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট জানিয়ে আমন্ত্রণ জানান তরুণ এই উইকেট কিপার ব্যাটারকে। সেই ভিডিও রাজস্থান রয়্য়ালস তাঁদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।


আরসিবিতে জোফ্রা!


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে এ মরশুমের আইপিএলে (IPL 2024) মাঠে নামতে চলেছেন জোফ্রা আর্চার (Jofra Archer)? ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের সাম্প্রতিক এক পোস্ট ঘিরে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়।


দীর্ঘদিন ধরেই চোট আঘাতে ভুগছিলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার। ২০২২ সালের নিলামে আর্চারকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিলেও, এ বারের নিলামের আগে তাঁকে পল্টনরা ছেড়ে দেয়ে। গত মরশুমে মাত্র চার ম্যাচ খেলার পরেই ফের ২৮ বছর বয়সি ইংল্যান্ড তারকাকর কুনইয়ে চোট লাগে। টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকার জেরেই মূলত নিলামে দল পাননি আর্চার। তবে সদ্যই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর্চার একটি ছবি পোস্ট করেছেন। যা থেকেই জল্পনা শুরু হয়েছে। সেই স্টোরি অনুযায়ী আর্চার বেঙ্গালুরুতে আরসিবির ক্যাফেতে গিয়েছিলেন। এরপরেই তাঁর আরসিবিতে যোগ দেওয়ার জল্পনা জোরকদমে শুরু হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: গেমচেঞ্জার কুলদীপ, পন্থের ফিটনেসের ওপর দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য