কলকাতা: ফিফার বিচারে দ্বিতীয়বারের জন্য বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। মাইক্রোসফ্টের যুগ্ম প্রতিষ্ঠাতা সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করলেন বিল গেটস। এক নজরে খেলার সারাদিনের সব খবর।


বর্ষসেরা মেসি


ফিফার (FIFA The Best Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বাইশে বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তার ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক লিওনেলের মুকুটে। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরষ্কার উঠল মেসির হাতে।


মেসির সঙ্গেই ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরষ্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas)। তবে মেসির পাশাপাশি ফিফার এই বছরের বর্ষসেরার একাধিক তালিকায় রয়েছেন আর্জেন্তিনার খেলোয়াড়রা। বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি। গোলকিপারের শিরোপা জিতে নিয়েছেন কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন তারকা মিলিয়ানো মার্তিনেজ। 


সচিনের মূর্তি


ক্রিকেটের অন্যতম পীঠস্থানে বসছে ক্রিকেট ঈশ্বরের মূর্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হবে সচিন তেন্ডুলকারের পূর্ণাবয়াব মূর্তি (Sachin Statue at Wankhede)। কোন জায়গায় মূর্তি বসানো হবে, সেই জায়গা খতিয়ে দেখতে হাজির হয়ে যা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার। মূর্তি-প্রসঙ্গে কথা বলার মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাধিক ব্যক্তিগত থেকে দলগত ইতিহাস উঠে এল তাঁর গলায়।


মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এমসিএ (MCA) প্রেসিডেন্ট অমোল কালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূর্তি বসানোর কথা জানিয়ে বলেছেন, ঐতিহাসিক ওয়াংখেড়ে এই প্রথম কোনও ক্রিকেটারের মূর্তি বসতে চলেছে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় যে মূর্তি উন্মোচন করা হবে। এমসিএ লাউঞ্জে গোল পাটাতনের ওপর বসানো থাকবে ক্রিকেট ঈশ্বরের পূর্ণাবয়াব মূর্তি। 


জকোভিচের রেকর্ড


ঐতিহাসিক কীর্তি গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। টেনিসের ক্রমলাতিকায় সবথেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার অনন্য নজির গড়লেন সার্বিয়ার সুপারস্টার। স্টেফি গ্রাফকে টপকে যে নজির গড়েছেন তিনি। ৯৩ বার ট্যুর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে যে কীর্তি গড়েছেন তিনি। ইতিমধ্যে এটিপি ক্রমতালিকার ইতিহাসে (১৯৭৩ সালে শুরু) সবথেকে বেশি সপ্তাহ এক নম্বরে থাকার নজির গড়েছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের বিজয়ী। রজার ফেডেরারের (Roger Federar) ৩১০ সপ্তাহ ক্রমতালিকায় এক নম্বরে থাকার নজির আগেই ভেঙে দিয়েছিলেন তিনি। এটিপি-র ক্রমতালিকায় (ATP Ranking List) সরকারিভাবে শুরু হওয়ার পরে যা ছিল সর্বোচ্চ। এই মুহূর্তে ৩৭৮ তম সপ্তাহে ক্রমতালিকার মগডালে থেকে স্টেফি গ্রাফের (Stefani Graf) নজিওর ভেঙে দিয়ে টেনিস ইতিহাসে সবথেকে বেশি সপ্তাহ ক্রমতালিকায় এক নম্বরে থাকার ঐতিহাসিক নজিরও নিজের দখলে করে ফেললেন নোভাক জকোভিচ।


আইপিএলে নেই বুমরা?


আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে। দীর্ঘদিন পিঠের সমস্যায় ভুগছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার তাঁকে তাঁর পিঠে অস্ত্রোপ্রচার করানোর পরামর্শই দেওয়া হয়েছে বলে খবর। মাসখানেকের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। অস্ত্রোপ্রচারের পর তাঁর আইপিএলেও (IPL 2023) খেলা সম্ভব হবে না বলেই বিসিসিআইয়ের তরফে পূর্বাভাস।


২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে শেষবার ভারতের (Team India) হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যশপ্রীত বুমরা। তারপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বুমরার। তাঁকে দলেও রাখা হয়েছিল। তবে চোট না সারায় তাঁকে সেই সিরিজ থেকেও সরে আসতে হয়। জরুরি ভিত্তিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল বুমরার চোট সারানোর কাজে রত রয়েছেন।


সেই মেডিক্যাল দলের তরফেই দীর্ঘ সময় পরেও চোট না সারায় বুমরাকে অস্ত্রোপ্রচারের পরামর্শ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে বুমরার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআই জাতীয় অ্যাকাডেমির মেডিক্যাল দল এবং বুমরার সঙ্গে আলাপ আলোচনার পরেই নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্ত নেবে। এই বছরের শেষের দিকে, অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিশ্বকাপের কথাও মাথায় রাখবে বোর্ড। 


সচিন-গেটস সাক্ষাৎ


সম্প্রতি ভারতের এসেছেন মাইক্রোসফ্ট-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। মঙ্গলবার রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) সঙ্গে সাক্ষাৎ করেন গেটস। সেই ছবিও রিজার্ভ ব্যাঙ্কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তবে একা শান্তিকান্তের সঙ্গেই নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গেও এক ফ্রেমে ধরা দেন বিল গেটস।


সস্ত্রীক বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ-এর ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই পোস্ট করেছেন সচিন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, 'আমরা সকলেই ছাত্র। আজকে আমার জন্য একটা দারুণ শিক্ষামূলক দিন ছিল, যেখানে সমাজসেবা, বিশেষত শিশুস্বাস্থ্যের বিষয়ে অনেক নতুন কিছু শিখলাম। কারণ আমাদের সংগঠণও শিশু স্বাস্থ্য নিয়েই কাজ করে থাকে। একে অপরের সঙ্গে নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নিলে কিন্তু অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। আপনার পরামর্শগুলির জন্য অনেক অনেক ধন্যবাদ বিল গেটস।'


আরও পড়ুন: পরিবেশের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া, অকপট স্বীকারোক্তি স্মিথের