কলকাতা: ময়দানের সারাদিনের সব খবরের আপডেট দেখে নিন এক ঝলকে।


ভাইরাল ধোনি


তিনি বরাবর মাটির মানুষ হিসাবেই পরিচিত। বিশেষ করে বন্ধুমহলে। বন্ধুদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবার বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হয়ে গেলেন। কেক কেটে খাইয়ে দিলেন বন্ধুকে। গাইলেন জন্মদিনের গানও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


ভরসা ভরত


প্রস্তুতি ম্যাচে বড় রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli) । ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন তিনি। আউট হওয়ার পর মেজাজ হারালেন । জড়ালেন তর্কাতর্কিতেও ।


লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আউট হয়ে মেজাজ হারালেন কোহলি । আউট হওয়ার পরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন ক্রিজে । তারপরেই আম্পায়ারের সঙ্গে কথা বলতে শুরু করেন । জিজ্ঞাসা করলেন আউট হওয়ার কারণ। টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার না থাকার কারণে, শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে সাজঘরের দিকে রওনা দেন। এলবিডব্লিউ হয়ে ।


প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৪৬/৮। ১১১ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন কে এস ভরত।


সুনীলদের সুখবর


এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফরম্যান্সের ফসল তুললেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ভারতীয় ফুটবল দলের উত্থান হলো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে। এক লাফে দুই ধাপ উঠে এসে ভারতের র‍্যাঙ্কিং এখন ১০৪।


রঞ্জি ফাইনালের আপডেট


জমে উঠেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। মুম্বইয়ের প্রথম ইনিংসে তোলা ৩৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ১২৩/১। বাংলার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের নায়ক হিমাংশু মন্ত্রী ৫০ বলে ৩১ রান করে ফিরলেও মুম্বই বোলারদের চাপে রেখেছেন যশ দুবে (৪৪ ব্যাটিং) ও শুভম শর্মা (৪১ ব্যাটিং)। মুম্বই এখনও ২৫১ রানে এগিয়ে।


চলতি রঞ্জিতে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল তরুণ এই ডানহাতি ব্যাটারকে। এবার চিন্নাস্বামীতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ (Sarfaraz Khan)। ১৯০ বলে শতরান পূরণ করেন তিনি। আর সেঞ্চুরি করেই সরফরাজের অভিনব সেলিব্রেশন। শিখর ধবনকে মনে করালেন সরফরাজ। মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন এমনভাবে, বোঝাই যাচ্ছে যে নির্বাচকদের হয়ত কোনও বার্তা দিতে চাইলেন সরফরাজ।


জেমাইমার দাপট


শ্রীলঙ্কা সফরের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Ind vs SL)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্বীপরাষ্ট্রের দলকে ৩৪ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।


সুস্থ অশ্বিন


করোনা আক্রান্ত হওয়ায় তিনি ভারতীয় দলের (Team India) সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি। যা নিয়ে সিরিজের শেষ ম্যাচের আগে কিছুটা হলেও উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি।


তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। করোনাকে হারিয়ে ইংল্যান্ডে পৌঁছে গেলেন তারকা অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। প্রস্তুতি ম্য়াচে না খেললেও, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলতে কোনও বাধা রইল না তামিলনাড়ুর তারকার।


আরও পড়ুন: রোহিতের ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন বুমরা-পন্থ সহ ৪ ক্রিকেটার !