কলকাতা: বৃহস্পতিবার ইংল্যান্ডে উড়ে গেলেন বিরাট, পূজারারা। চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এইডেন মার্করাম। শহরে জামাইষষ্ঠী পালন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। এক ঝলকে আজকে সারাদিনের খেলার খবরগুলো -


ইংল্যান্ডে পাড়ি বিরাট-পূজারার


ইংল্যান্ড সফরে উড়ে গেল ভারতীয় টেস্ট দল। বিরাট, পূজারা, শামি সহ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে বিমান পাড়ি দিল যুক্তরাষ্ট্রে। আগামী ১ জুলাই থেকে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের তরফে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যায়নি ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। গত বছর ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু শেষ টেস্টের আগেই ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় শেষ পর্যন্ত সিরিজ বাতিল করা হয়। এবার সেই একটি মাত্র টেস্ট খেলবে টিম ইন্ডিয়া আগামী ১ জুলাই। এছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ২ দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে। ওয়ান ডে সিরিজ শুরু হবে ১২ জুলাই।


মনোজ, শাহবাজের সেঞ্চুরি


রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলা বনাম মধ্যপ্রদেশ (Bengal vs Madhyapradesh) ম্যাচের তৃতীয় দিনের সকালটা দেখে কেউ একবারও আন্দাজ করতে পারেননি যে দিনের শেষে চাপ বাড়বে বাংলা দলের। শেষ চারের মঞ্চ। আর সেখানেই জােড়া সেঞ্চুরি। প্রথমে মনোজ তিওয়ারি (১০২) ও পরে শাহবাজ আহমেদ (১১৬)। বাংলাকে স্বপ্ন দেখাচ্ছিলেন এই ২ তারকা ক্রিকেটার। কিন্তু ২ জনে ফিরতেই যেন ফের একবার অন্ধকার নেমে এল। ১৮৩ রানের বিশাল পার্টনারশিপ গড়লেও বাংলাকে তরী পার করাতে পারলেন না। প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৩ রান তুলে ফেলেছে মধ্যপ্রদেশ। অর্ধশতরান হাঁকিয়ে বাংলার পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন রজত পাতিদার।


সুনীলের জামাইষষ্ঠী


 জাতীয় দলের খেলা থাকায় জামাই ষষ্ঠীতে যেতে পারেননি শ্বশুরবাড়ি। ভারতকে (Indian Football Team) এশিয়ান কাপের (Asian Cup) মূলপর্বে তুলেই শ্বশুরবাড়ি গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri)। জামাই আদরে বরণ করা হল তাঁকে। দেরিতে হলেও এদিন জামাইষষ্ঠী পালিত হল সুব্রত ভট্টাচার্যর গল্ফগ্রিনের বাড়িতে। যুবভারতীতে পরপর দুর্দান্ত গোল করার পর আজ একেবারে ফুরফুরে মেজাজে সুনীল ছেত্রী। এদিনই শহর ছাড়লেন তিনি।


তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। তাই শরীর সচেতন সুনীল নিজের ফিটনেস নিয়ে ভীষণ সিরিয়াস। তাই আমিষ খাবার একদমই তিনি খান না। তাই প্রিয় জামাইয়ের জন্য ছিল পুরোপুরি নিরামিশাষী খাবার। পোস্তর বড়া, ভাজা, পোলাও, ধোঁকার ডালনা, আলু ফুলকপির পদ, বেগুনি, ছানার কোপ্তা ছিল মেনুতে।


ছিটকে গেলেন মার্করাম


সিরিজ শুরুর আগেই করোনা (Covid19) আক্রান্ত হয়েছিলেন, ফলে প্রথম তিন ম্যাচে দেখা যায়নি তাঁকে। আইসোলেশনে ছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু জানা গিয়েছে যে, তিনি এখনও পুরো কোভিড মুক্ত নন। ফলে এবার পুরো সিরিজের জন্যই ছিটকে গেলেন মার্করাম। প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পরে সাত দিন নিভৃতবাসে ছিলেন মার্করাম। বাকি দুই ম্যাচের আগে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি।