মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসরের পাশাপাশি এবার আইপিএলেও কর্তৃত্ব করতে চলেছে স্টার ইন্ডিয়া।


সোমবার, এই বহু-কোটি টাকার প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ত্ব বাগিয়ে নিল স্টার। চুক্তির মূল্য ১৬,৩৪৭.৫ কোটি টাকা। এর ফলে, ২০১৮-২০২২ এই পাঁচ বছর আইপিএলের সম্প্রচারের দায়িত্ব পেল এই গোষ্ঠী।


এর আগে ২০০৮ সালে আইপিএল-এর সম্প্রচার স্বত্ত্ব ছিল সোনির হাতে। ১০ বছরের চুক্তির মূল্য ছিল ৮২০০ কোটি। সেই জায়গায়, অর্ধেক সময়ের জন্য প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করছে স্টার ইন্ডিয়া।


বর্তমানে, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে, আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। এই চুক্তির ফলে, সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।


স্টারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতি বছর বোর্ডের আয় হবে প্রায় ৩২৭০ কোটি টাকা। ম্যাচ প্রতি আয় প্রায় ৫৫ কোটি। সেই জায়গায় ভারতের যে কোনও আন্তর্জাতিক ম্যাচে এই পরিমাণ ৪৩ কোটি।


এদিন স্টার ইন্ডিয়ার সিইও উদয় শঙ্কর জানান, ২০০৮ সালে অন্তর্ভুক্তির সময় থেকেই আইপিএলের ফলে ভারতীয় ক্রিকেটে নাটকীয় পরিবর্তন এসেছে।


এই স্বত্ত্বের ফলে, ব্রডকাস্ট মাধ্যম (টিভি) ও ডিজিটাল (মোবাইল ও ইন্টারনেট)—সবকিছুই স্টারের হাতে চলে এল। স্টারের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সোনির মোট বিড ছিল ১৫,৮১৯.৫ কোটি। অর্থাৎ, স্টারের তুলনায় ৫০০ কোটি টাকা কম।