বেঙ্গালুরু: এবারের আইপিএল-র শুরু থেকে সুনীল নারিনের ভূমিকা বদলে গিয়েছে। এতদিন যাঁকে অসাধারণ বোলার বলে জানত ক্রিকেটবিশ্ব, তিনি ওপেন করতে নেমে ঝড় তুলছেন। আজ রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন এই ক্যারিবিয়ান। তিনি মাত্র ১৫ বলে ৫০ রান করলেন। আইপিএল-এর ইতিহাসে এটাই দ্রুততম অর্ধশতরান। শেষপর্যন্ত ১৭ বলে ৫৪ রান করে আউট হলেন নারিন। দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফেরা ক্রিস লিন করলেন ২২ বলে ৫০ রান। তাঁদের এই বিস্ফোরক ইনিংসের সুবাদে সহজ জয় পেল কেকেআর। এদিন ৬ ওভারে ১০৫ রান করেন নারিন ও লিন। আইপিএল-এ পাওয়ার প্লে-তে এটাই সবচেয়ে বেশি রান।
আইপিএল-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম বলেই গেইলকে ফিরিয়ে দেন উমেশ যাদব। তিনিই বিরাটকে ফেরান। ডিভিলিয়ার্সকে আউট করেন সুনীল নারিন। মনদীপ ও ট্রেভিসের অসাধারণ ইনিংসের সুবাদেই লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পারে আরসিবি। মাঠে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তবে তাতে ম্যাচের ছন্দ নষ্ট হয়নি।
ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলের তিন প্রধান ব্যাটসম্যান ক্রিস গেইল (০), বিরাট কোহলি (৫) ও এবি ডিভিলিয়ার্স (১০) ব্যর্থ হলেও, মনদীপ সিংহ (৫২) ও ট্রেভিস হেডের (অপরাজিত ৭৫) লড়াইয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভদ্রস্থ রান করে আরসিবি। তবে কেকেআর যেভাবে ব্যাটিং করে, তাতে এই রান মোটেই লড়াই করার মতো মনে হয়নি। ২৯ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে নিল কেকেআর।
প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচ জেতা জরুরি ছিল কেকেআর-এর। ফলে ম্যাচটি গম্ভীরদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। ১২ ম্যাচে গম্ভীরদের পয়েন্ট ১৬। সম সংখ্যক ম্যাচে পুণেরও পয়েন্ট ১৬। তবে রান রেটে এগিয়ে কেকেআর।
আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান নারিনের, প্লে-অফে কেকেআর
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2017 03:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -