দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন? যে কোনও ক্রিকেটপ্রেমী মানুষকে এই প্রশ্নটা করা হলে, তাঁর উত্তর হবে, হ্য়াঁ। কিন্তু ইংল্য়ান্ডের অধিনায়ক অইন মর্গ্যান খেলা দেখতে পারছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ২ ম্যাচেই জয় পেয়েছে ইংল্য়ান্ড। এক সাক্ষাৎকারে অইন মর্গ্যান বলেন, 'স্কটল্য়ান্ড ও নামিবিয়া ম্যাচের কিছুটা দেখতে পেয়েছিলাম। কিন্তু সত্যি বলতে আমি খেলা একদমই দেখতে পারছি না। কারণ হোটেলের টিভি যে রয়েছে, সেখানে নির্দিষ্ট চ্যালেনটি নেই। ফলে খেলা দেখা সম্ভব হচ্ছে না আমার পক্ষে।'


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিলেন অইন মর্গ্যানরা। আর দলের জয়ে ব্যাট হাতে নায়ক জেসন রয়। ইংরেজ ওপেনার রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৬১ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিলেন।


ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মহমাদুল্লাহরা আটকে গিয়েছিলেন মাত্র ১২৪/৯ স্কোরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিততে ইংল্যান্ডকে তুলতে হতো মাত্র ১২৫ রান। যে লক্ষ্য ৩৫ বল বাকি থাকতে সহজেই পূরণ করে ফেলে ইংল্যান্ড। রয় ছাড়া রান পেয়েছেন দাভিদ মালান (২৫ বলে ২৮ রান)।


অন্যদিকে গতকাল, ভারত, নিউজিল্যান্ডজের পর এবার আফগানিস্তান। টি২০ বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল পাকিস্তান। পাক টিম কতটা ছন্দে সেটা বোঝা যায় এই ম্যাচে তাদের জয়ের ছন্দেই। রান তাড়া করতে নেমে করিম জানাটের ১৯ তম ওভারে ৪টে বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের দাপুটে জয় নিশ্চিত করলেন ম্যাচ সেরা আসিফ আলি। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান তাঁর। যার সুবাদে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল ৫ উইকেটে। আর টানা তৃতীয় জয়ের সুবাদে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল বাবর বাহিনী।


আরও পড়ুন: কাল কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় একাদশে এই বদল চাইছেন গাওস্কর