অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি ভারতের অন্যতম ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং ঔজ্জ্বল্যে যেন কিছুটা চাপা পড়ে গিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যদিও তাতে বেশ খুশি বঢোদরার অলরাউন্ডার। বরং তাঁর মতে, আরও ২ বছর আগে সুযোগ পাওয়া উচিত ছিল সূর্যকুমারের।
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক ইরফান পাঠানকে হার্দিক বলেন, 'মাঝে মধ্যে মনে হয় আমরা ভাল ব্যাটিং করছি না বা সূর্য ও কোহলি বেশি ভাল ব্যাট করছে। কোহলি তো বছরের পর বছর ধরে রান করে আসছে। তবে আমার মনে হয় সূর্যর আরও ২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া উচিত ছিল। ২ বছর দেরি হয়েছে। তবে ঈশ্বর মহান আর তাই আমাদের হয়ে এখনও ভাল পারফর্ম করে চলেছে ও।'
সেমিফাইনালের আগে এত শান্ত থাকছেন কীভাবে? হার্দিক বলেছেন, 'আমি খুব উত্তেজিত। বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা। এখান থেকে প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ। আমি শান্ত থেকে যে ভাবে খেলে সফল হয়েছি আর এতদূর পৌঁছেছি, সেটাই অনুসরণ করে চলেছি। অনেকেই জিজ্ঞেস করছেন এইরকম পরিস্থিতিতে এত শান্ত থাকছি কীভাবে। এটা আসে প্রস্তুতি থেকে। যদি প্রস্তুতি ভাল হয় আর সব দিক ভালভাবে ঝালিয়ে নেওয়া যায়, যদি নিজের দক্ষতা সম্বন্ধে আত্মবিশ্বাসী থাকা যায়, তাহলে শান্ত থাকা যায়।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ব্যাটিং করতে পাঠালেন তিনি। ভারতীয় দল অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই সুযোগ পেয়েছেন। দীনেশ কার্তিক (Dinesh Karthik) নয়, ঋষভ পন্থেই (Rishabh Pant) আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য নেই মার্ক উড ও ডাভিড মালান। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান। মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন রোহিত। যদিও টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে তিনি জানান যে, এখন সম্পূর্ণ ফিট তিনি। পাশাপাশি তিনি এ-ও বলেন যে, টস জিতলে প্রথমে ব্যাটিংই নিতেন।