মেলবোর্ন: তাঁদের সম্পর্ক নিয়ে ক্রিকেট বিশ্বে নানারকম জল্পনা। ভারতীয় ক্রিকেট (Team India) মহলে কান পাতুন। অনেকেই বলবেন, দু'জনের সম্পর্কের বরফ গলেনি।


যদিও সব জল্পনা ভেঙে চুরমার করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিতেই মাঠে দৌড়লেন রোহিত। কোলে তুলে নিলেন ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট ভক্তরা যা দেখে মন্ত্রমুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেল, দিনের সেরা দৃশ্য।


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী যদি মুখোমুখি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে ক্রিকেটারদের মধ্যে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হবে বলাই বাহুল্য।


রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে এক সময় ৩১/৪ হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন বিরাট ও হার্দিক পাণ্ড্য। হার্দিক ৩৭ বলে ৪০ রান করে আউট হলেও, কোহলি ম্যাচ জিতে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। শেষ ২ ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার ছিল ভারতের। ১৯তম ওভারে হ্যারিস রউফকে পরপর ২ বলে ছক্কা মারেন কোহলি। শেষ ওভারে মহম্মদ নওয়াজকেও ছক্কা মেরে ভারতের জয়ের রাস্তা কার্যত সুগম করে দেন।


ম্য়াচ শেষ হতেই দৌড়ে মাঠে ঢোকেন রোহিত। ডেথ ওভারে যাঁকে ডাগ আউটে উদ্বিগ্ন মুখে বসে থাকতে দেখা যাচ্ছিল। মাঠে ঢুকে পড়েন হার্দিক পাণ্ড্যও। তবে তাঁকে খানিকটা হতচকিত করে দিয়েই কোহলিকে জড়িয়ে ধরেন রোহিত। তারপর কোলে তুলে নেন কোহলিকে। এক লক্ষের ঠাসা স্টেডিয়াম গর্জন করে ওঠে। কোহলিকে খানিকক্ষণ আগলে রেখে নামান রোহিত। যেন বুঝিয়েই দেন যে, কোহলির ইনিংস তাঁদের অভিযানকে অক্সিজেন দিয়ে গেল।


সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় রোহিত-কোহলির সেই ছবি। বোর্ড সচিব জয় শাহ সেই ছবি ট্যুইট করেন। লেখেন, 'ঘুরে দাঁড়ানোর সময়। চেজ়মাস্টার কোহলির প্রত্যাবর্তন আর নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য কী দারুণ এক ম্যাচ। অনবদ্য ম্যাচ দেখলাম আমরা'।






ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সেই ট্যুইট রিট্যুইট করা হয়। পরে আর একটি ট্যুইট করে লেখা হয়, 'ব্রোম্যান্স'।


আরও পড়ুন: এমন মুহূর্ত আর কখনও আসবে না, পাকিস্তান ইনিংসকে ভেঙে বললেন অর্শদীপ