প্রযোজক হয়ে গিয়েছেন পি ভি সিন্ধু। শিক্ষক দিবস উপলক্ষ্যে কোচ পুল্লেলা গোপীচাঁদকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি প্রযোজনা করেছেন একটি ডিজিটাল ছবি। নাম #আইহেটমাইটিচার।
ছবির বক্তব্য, কখনও কখনও ভালবাসার মানুষকে ঘৃণা করা যায়!
সিন্ধু বলেছেন, তাঁর কোচ তাঁর জন্য বিরামহীন পরিশ্রম করেন। তাঁকে নিয়ে তাঁর বিরাট স্বপ্ন। নিজের ওপর বিশ্বাস রাখতে তিনি শিখিয়েছেন। তাই তাঁর মধ্যে লুকিয়ে থাকা শ্রেষ্ঠত্ব খুঁজে বার করতে কোচের এই যে লড়াই, তার প্রতি চিরকৃতজ্ঞ তিনি।
এই শিক্ষক দিবসে গোপীচাঁদকে নিজের যাবতীয় সাফল্য উৎসর্গ করেছেন সিন্ধু। তাঁর কথায়, আমাদের আরও, আরও ভাল করতে টানা চাপ দেওয়ার জন্য আসুন, শিক্ষকদের ঘৃণা করি আমরা। কারণ আমাদের নিজের ওপর যতটা বিশ্বাস, তার থেকেও তাঁদের বিশ্বাস আমাদের ওপর বেশি।