মায়োরকা: পুত্রসন্তানের বাবা হলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। টেনিস কিংবদন্তির ঘর আলো করে এল নতুন অতিথি।


রাফায়েল নাদালের ঘরে এল ছোট্ট সদস্য। ৩৬ বছর বয়সে বাবা হলেন স্পেনের টেনিস তারকা। স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২২টি গ্র্যান্ড স্লামের অধিকারী শুভেচ্ছায় ভাসছেন সোশ্যাল মিডিয়ায়।


চলতি বছরের জুন মাসে প্রথমবার স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার কথা জানান নাদাল। অগাস্ট মাসে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় মারিয়াকে। স্ত্রী ও আসন্ন সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বেগে ছিলেন নাদাল। নিজেও ছিলেন চোট আঘাতে জর্জরিত।


বছর তিনেক আগে ২০১৯ সালে নাদাল ও মারিয়া পেরেলো বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে বছর জানুয়ারি মাসে বাগদান সেরে নেন দু'জনে। ২০০৫ সাল থেকে চলছিল দুজনের প্রেমপর্ব। যদিও তার আগে থেকেই দু'জনের মধ্যে পরিচয় ছিল।মারিয়া সাধারণত প্রচারের আলো থেকে দূরেই থাকেন। যদিও চেষ্টা করেন নাদালের ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার। গ্যালারিতে দাঁড়িয়ে স্বামীর সমর্থনে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। পেরেলোর ইনস্টাগ্রাম জুড়ে এমন ছবির ছড়াছড়ি। এছাড়া দু'জনের সময় কাটানোর একাধিক মুহূর্তের ছবি রয়েছে।


জীবনের সবচেয়ে বড় পুরস্কার শনিবারই হয়তো পেয়ে গেলেন রাফায়েল নাদাল। বিভিন্ন স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। নাদাল নিজে আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনও না জানালেও, দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যালস মিডিয়ায় পোস্ট দিয়েছে স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ। তারপর থেকেই শুভেচ্ছাবার্তায় ঢল নামে।






স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন যুক্তরাষ্ট্র ওপেন বাদে অন্য কোনও প্রতিযোগিতায় না খেললেও, বন্ধু রজার ফেডেরারের ডাকে সাড়া দিয়ে এক দিনের জন্য লেভার কাপ খেলতে লন্ডনে গিয়েছিলেন নাদাল। দুই কিংবদন্তি মিলে লেভার কাপে ডাবলস ম্যাচ খেলেন। যা ছিল ফেডেরারের টেনিস কেরিয়ারের শেষ ম্যাচ। তার পরেই নাদাল জানান, তিনি আর লেভার কাপের বাকি পর্বে অংশ নেবেন না। স্ত্রী-র পাশে থাকতে ফিরে যাবেন দেশে। তারপরই এল সুখবর।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরো সাক্ষাৎকার দেখুন: