দেখুন ঠিক কীভাবে একেবারে ব্যাটের মাঝখান দিয়ে খেলেন কোহলি
এবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ট্যুইটার পেজে বিরাটের ব্যাটের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ব্যাটের মাঝখানে বলকে আঘাতের স্পষ্ট চিহ্ন। অর্থাত্, কোহলি প্রত্যেকটা বলই একেবারে মাঝ ব্যাটেই খেলেন। ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী, একজন ব্যাটসম্যানের এভাবেই ব্যাটিং করা দরকার। (ছবিগুলি ইন্ডিয়ান ক্রিকেট টিম/টুইটার থেকে নেওয়া)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোহলির এই অপ্রতিহত ব্যাটিং দাপট থামাতে হিমশিম বিপক্ষ দলগুলি। তাঁর এই সাফল্যের কারণ নিয়েও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
টেকনিক, অসাধারণ ফিটনেস এবং সেইসঙ্গে মানসিকতার অসামান্য মিশেলেই কোহলি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।
ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ফর্ম সারা বিশ্বেই ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছে। স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে পরপর চারটি সিরিজে ডাবল সেঞ্চুরির করার রেকর্ড এখন কোহলির দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -