নয়াদিল্লি: তাইল্যান্ডে বয়সভিত্তিক আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল অভিনেতা আর মাধবনের ১২ বছরের ছেলে বেদান্ত। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত থ্রি ইডিয়টস অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছেলের এই সাফল্যের খবর জানিয়েছেন তিনি। সেইসঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদও জানিয়েছেন। সেইসঙ্গে মেডেল ও প্রতিযোগিতায় অংশগ্রহণের শংসাপত্র হাতে নিয়ে ছেলের একটা ছবিও পোস্ট করেছেন মাধবন। তিনি লিখেছেন, আমার ও সরিতার জন্য গর্বের মূহুর্ত। তাইল্যান্ডে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় বেদান্ত দেশের হয়ে পদক জিতেছে। শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ।



মাধবন চান, তাঁর ছেলে নিজের মতো করে বড় হোক। তাঁর পেশার ক্ষেত্রে যে আকর্ষণ ও প্রলোভন রয়েছে, তা অতিক্রম করে যেন বেদান্ত নিজস্ব পরিচয় গড়ে তুলতে পারে, এমনটাই চান অভিনেতা। মধ্যবিত্ত মূল্যবোধ যাতে ছেলের মধ্যে গড়ে ওঠে এবং মাটিতে পা রেখেই যাতে এগিয়ে যেতে পারে, সেজন্য তিনি ও তাঁর স্ত্রী সচেষ্ট।
রূপোলি পর্দায় পা রাখার আগেই ১৯৯৯-এ সরিতাকে বিয়ে করেন মাধবন। ২০০৫-এ বেদান্তের জন্ম হয়েছিল।