গম্ভীরকে রিটেন করল না নাইট রাইডার্স, সোশ্যাল মিডিয়ায় ট্রোল সমর্থকদের
একজন তো সাফ জানিয়েছেন, বিদায় কেকেআর, তুমি আর আমার ফেভারিট দল নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর একজনের ট্যুইট, কাটাপ্পা বাহুবলীকে কেন মারলেনের পর লাখ টাকার প্রশ্ন হল কেকেআর কেন গম্ভীরকে রিটেন করল না?
একজন জানতে চেয়েছেন, এই সিদ্ধান্তের কারণ কী?
আর একজনের ট্যুইট-যাঁরা মনে করেন, কেউ কাউকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে না, তাঁরা দয়া করে গম্ভীর ও কুমার বিশ্বাসের সঙ্গে দেখা করতে পারেন।
এক সমর্থক লিখেছেন, কেকেআরের গম্ভীরকে রিটেন না করার সিদ্ধান্ত খুবই দুঃখজনক।
একজনের ট্যুইট-এতেই বোঝা যাচ্ছে, কেকেআরের সাফল্য নিয়ে মোটেই গম্ভীর নন শাহরুখ।
এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় গম্ভীর ও নাইট সমর্থকরা শাহরুখ ও কেকেআরের তীব্র সমালোচনা করে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন।
গম্ভীরকে রিটেন না করে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু গৌতম গম্ভীরকে রিটেন না করে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স সবাইকে চমকে দিয়েছে।
আইপিএলের একাদশ মরশুম শুরু হল রিটেনশন পলিসির মাধ্যমে। টুর্নামেন্টে ফিরে আসা দল চেন্নাই সুপারকিংস প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ওপরই আস্থা রাখল। আরসিবি বিরাট কোহলিকে এবং মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে মোটা অঙ্কে রেখে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -