নয়াদিল্লি: চোট-আঘাত বারবার ভুগিয়েছে তাঁকে। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর তাঁকে ঘিরে দেশবাসীদের প্রত্যাশার পারদ বেড়েছে। প্যারিস অলিম্পিক্সের মঞ্চে সোনা না এলেও রুপো জিতেছেন। তাও আবার চোট নিয়েই। ডায়মন্ড লিগেও চোট নিয়ে রুপো জিতেছেন। কিন্তু সেখানেই চোট নিয়েই। এবার জ্যাভলিনকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী।


নীরজ নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানেই এই ঘোষণা করেছেন। না না, চমকে যাওয়ার মত কিছু নেই। মাত্র ২৬ বছর বয়সে কি খেলা থেকে সরে যাচ্ছেন, এমনটা ভাবার কিছু নেই। আসলে সাময়িক বিরতি নিচ্ছেন নীরজ। চলতি বছরে আর কোনও ইভেন্টে তিনি খেলতে নামবেন না, এই বার্তাটিই তাঁর ভক্তদের উদ্দেশে জানিয়েছেন নীরজ। এমনকী সোশ্যাল মিডিয়ায় হাতের স্ক্যান রিপোর্টটিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে বাঁ হাতের হাড়ে চিড় ধরেছে। আসলে অনুশীলনের সময়ই এমনটা হয়েছিল। কিন্তু তা নিয়েই ডায়মন্ড লিগের ফাইনালে নেমেছিলেন নীরজ। নিজের সোশ্য়াল মিডিয়ায় নীরজ লিখেছেন, ''আমার ২০২৪ মরশুম শেষ হল। সারা বছরের সফরটা পেছনে ফিরে শিখলাম। মানসিকতায় অনেকটা উন্নতি করেছি। আমি অনুশীলন করতে গিয়ে আহত হয়েছিলাম। এক্স-রে রিপোর্ট বলছে যে আমার বাঁ-হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। কিন্তু আমার দলের সাহায্য়ে আমি ব্রাসেলসে অংশগ্রহণ করতে পেরেছি। এটাই ছিল আমার বছরের শেষ প্রতিযোগিতা। আমি ট্র্যাকেই মরশুম শেষ করতে চেয়েছিলাম। পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে প্রস্তুত। আপনাদের এই উৎসাহের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ২০২৪ আমাকে একজন ভালো অ্যাথলিট এবং ব্যক্তি বানিয়েছে। ২০২৫ সালে আবার দেখা হবে।''


এদিকে, ডায়মন্ড লিগের ফাইনালে মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করতে হল প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ীকে। নিজের সেরা থ্রোয়ে ৮৭.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। এর আগে ২০২২ সালে প্রথমবার কোনও ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স প্যারিস অলিম্পিক্সে সোনা ব্রোঞ্জ জিতেছিলেন। এবার ডায়মন্ড লিগে সোনা জিতলেন পিটার্স। তিনি ৮৭.৮৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। ২০২৩ সালের ইউরোপিয়ান গেমস চ্যাম্পিয়ন জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৫.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করেন।