দুবাই: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশকে  হারিয়ে দিল ভারতীয় দল। ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজই ফাইনাল খেলতে নামবে ২ দল। শেষ চারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান বোর্ডে তুলে নেয়। ভারতের হয়ে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন শাইক রাশিদ। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৪০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ (bangladesh)। 


অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। কিন্তু এই ২ দলই ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান পরাজিত হয় শ্রীলঙ্কার কাছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত হারিয়ে দেয় বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে। এবার খেতাবি লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল কবে? : ৩১ ডিসেম্বর, ২০২১ (শুক্রবার)।



কোথায় অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই)।


কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুসারে খেলা শুরু সকাল ১১টায়। টস হবে ১০.৩০টায়


ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট-২, স্টার স্পোর্টস সিলেক্ট-২ এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।


এদিকে, গতকালই, ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে টেস্ট জয় ভারতের (India)। টেস্টের (Test) পঞ্চম তথা শেষ দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারত।


ম্যাচের সেরা কেএল রাহুলের (১২৩) (KL Rahul) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ৩২৭ রান তুলেছিল ভারত। জবাবে শামি আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ১৯৭ রানে শেষ করে দেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ম্যাচে ৮ উইকেট নেওয়া শামির সুইংয়ে ভর করেই প্রথম ইনিংসে মূল্যবান ১৩০ রানের লিড  পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা বড় স্কোর না পেলেও ১৭৪ রান তুলে প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের কঠিন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানে অল আউট হয়ে যায়।