আমদাবাদ: আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুলনা চলছিল শুভমন গিলের (Subhman Gill)। কিংগ কোহলির ব্যাটিং, তাঁর স্টাইল সবকিছুর ছাপ সমর্থকরা নাকি খুঁজে পাচ্ছেন গিলের মধ্যে। গত আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন গুজরাত টাইটান্সের তরুণ ডানহাতি ওপেনার। তিনটি সেঞ্চুরির সঙ্গে মোট ৮৯০ রান ঝুলিতে পুরেছেন। আর তারপর থেকে অনেকেই এবার ভবিষ্যতের সচিন তেন্ডুলকরও বলতে শুরু করে দিয়েছেন গিলকে। যা একদমই পছন্দ নয় গুজরাত টাইটান্সের ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেনের। 


কী বলছেন গ্যারি?


২০১১ সালে গ্যারি কার্স্টেনের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিল ভারত। গত মরসুমে গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল। গিলকে সামনে থেকে দেখেছেন কার্স্টেন। এবার তরুণ ভারতীয় ব্যাটরকে নিয়ে প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, ''বিরাট তরুণ ক্রিকেটার। সদ্য সদ্য ওর কেরিয়ার শুরু হয়েছে। দুর্দান্ত পারফর্ম করছে গিল। কিন্তু আমি মনে করি এখনই সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলির সঙ্গে ওর তুলনা করা উচিত হবে না। এই ২ জনের ভারতীয় ক্রিকেটের জন্য বিশাল অবদান রয়েছে। গিলকে আরও অনেক দূর যেতে হবে।'' কার্স্টেন আরও বলেন, ''গিল ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নিজেকে মেলে ধরেছে। খুব কম দেখা যায় এতটা ধারাবাহিক একজন ব্যাটারকে। ও অসম্ভব পরিশ্রমী একটা ছেলে। পেশাদার ক্রিকেটার। নিজের ওয়ার্কআউট, ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল।''


গিলের প্রশংসায় পন্টিং


 তরুণ এই ডানহাতি ওপেনারের প্রশংসা শোনা গেল রিকি পন্টিংয়ের (Rickey Ponting) মুখে। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার হিসেবে গত আইপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। আবার পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেডকোচ ছিলেন। সামনে থেকে দেখেছেন তরুণ ভারতীয় ব্যাটারের বিধ্বংসী ব্য়াটিং। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন গিল। রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। আর তার আগেই গিলের প্রশংসা করে পন্টিং বলছেন, ''দারুণ একটা তরুণ প্রতিভা শুভমন গিল। ওর নিজস্ব একটা স্টাইল রয়েছে। ফর্মেও রয়েছে গিল। এছাড়াও অসাধারণ দৃষ্টিনন্দন ব্যাটিং করে ও।''


২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''শর্ট বলের বিরুদ্ধে গিলের ব্য়াটিং এক কথায় অনবদ্য। ফ্রন্ট ফুটে যেভাবে পুল শট খেলে, তাও দুর্দান্ত। অজি অ্য়াটাকের বিরুদ্ধেও এমন শট দেখতে পাব বলেই আশা রাখি।''


আগামী ৭ জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন গিল।