মুম্বই: বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) এই মরসুম জয় দিয়ে শুরু করল বাংলা দল (Bengal Cricket Team)। মুম্বইয়ে নিজেদের প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন ৪৭ ওভারে মাত্র ১৩৯ রানে অল আউট হয়ে গেল নাগাল্য়ান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল বাংলা শিবির। 


এদিন বাংলার হয়ে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় সক্ষম চৌধুরীর। আর নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নিলেন সক্ষম। এদিন ব্যাট হাতে নামার পর থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছিলেন নাগাল্যান্ডের ব্য়াটাররা। বাংলার হয়ে এদিন দুরন্ত বল করেন করণ লাল। তিনি ১৮ রান খরচ করে ২ উইকেট নেন। আকাশ দীপ ২৪ রান খরচ করে ২ উইকেট নেন। এছাড়া ঈশান পোড়েল ২৬ রানের বিনিময়ে ১ উইকেট ও শাহবাজ আহমেদ ২৪ রান খরচ করে ১ উইকেট নেন। এছাড়া প্রদীপ্ত প্রামানিক ২৪ রান খরচ করে ১ উইকেট নেন। 


রান তাড়া করতে নেমে একমাত্র অভিষেক পোড়েলের উইকেট হারায় বাংলা। ১৪ রান করে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার। তবে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন অধিনায়ক সুদীপ কুমার ঘরামি (অপরাজিত ৬২) ও অভিমন্যু ঈশ্বরণ (অপরাজিত ৫৭)।


ফের বিতর্কে শ্রীসন্থ


 ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছিলেন। এবার আরও একবার বিতর্কের কেন্দ্র এস শ্রীসন্থ (S Sreesanth)। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল তারকা প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। শ্রীসন্থের বিরুদ্ধে এক যুবকের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছেন আরও ২ ব্যক্তি। কেরলের এক যুবক শ্রীসন্থের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে, ২০১৯ সালের ২৫ এপ্রিল রাজীব কুমার ও বেঙ্কটেশ কিনি নামের দুই ব্যক্তির পরিচয় হয়। তাঁরা জানান যে কর্ণাটকের কল্লুর জেলায় একটি খেলার অ্যাকাডেমি তৈরি করতে চান তাঁরা। যার অংশীদার শ্রীসন্থও। সেই যুবককেও প্রস্তাব দেওয়া হয়েছিল না কি যে চাইলে তিনিও অংশীদার হতে পারেন।


উল্লেখ্য, অভিযোগকারী সেই যুবকের নাম শ্রীশ। তিনি অভিযোগ জানিয়েছেন যে, তিনি পরবর্তীতে শ্রীসন্থ ও সেই ২ ব্যক্তিতে অল্প অল্প করে মোট ১৮ লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছেন। তবে শ্রীশ পরে জানতে পারেন যে অ্যাকাডেমির কথা বলা হয়েছিল, তেমন কোনও অ্যাকাডেমিই নাকি তৈরি হচ্ছে না।