কল্যাণী: বিজয় হজারে ট্রফিতে দ্বিতীয় জয় পেল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড। যদিও, তিনি ব্যাট না করায় ধোনি-ধমাকা থেকে বঞ্চিত হতে হল উপস্থিত কয়েক’শ দর্শককে।
এদিন কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে সাত উইকেটে জয় পায় ধোনির দল। এদিন ২৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭ ওভারেই ৬৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঝাড়খণ্ড।
দর্শকরা সেই সময় ধোনি-ধমাকার অপেক্ষাতেই ছিলেন। কিন্তু, দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি এবং ঈশাঙ্ক জাগ্গির মাথায় অন্য পরিকল্পনা ছিল।
এদিন ১০৩ বলে অপরাজিত ১০২ রান করেন সৌরভ। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৬টি ছক্কায়। অন্যপ্রান্তে আরও আক্রমণাত্মক ছিলেন জাগ্গি। ৯২ বলে তাঁর অপরাজিত ১১৬ রান সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছক্কায়।
চতুর্থ উইকেটে ২১৪ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুই শতরানকারী। ২২ বল বাকি থাকতেই এদিনের ম্যাচ জিতে যায় ধোনি-বাহিনী। যদিও, ক্যাপ্টেন কুলকে ব্যাট হাতে না দেখতে পেরে হতাশ দর্শকদের একাংশ।
একটা সময় যখন দুই ব্যাটসম্যান বিপক্ষের বোলিং আক্রমণকে ছিঁড়ে ফালা ফালা করছেন, তখন দর্শকাসন থেকে ধোনি-ভক্তদের স্লোগান ওঠে ‘সৌরভ তিওয়ারি হায় হায়..’।