মুম্বই: আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। নিজের ২০০ তম একদিনের ম্যাচ খেলতে নামবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০০ তম ম্যাচে এবি ডিভিলিয়ার্স , সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যাবেন কোহলি।
দেশের ১৪ তম এবং বিশ্বে ৭২ তম ক্রিকেটার হিসেবে ২০০ টি একদিনের ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করতে চলেছেন কোহলি। এ পর্যন্ত যে ভারতীয় ক্রিকেটাররা ২০০ বা তার বেশি একদিনের ম্যাচ খেলেছেন, তাঁরা হলেন-
সচিন তেন্ডুলকর-৪৬৩
রাহুল দ্রাবিড়-৩৪৪
মহম্মদ আজহারউদ্দিন-৩৩৪
সৌরভ গঙ্গোপাধ্যায়- ৩১১
এমএস ধোনি- ৩০৬
যুবরাজ সিংহ-৩০৪
অনিল কুম্বলে ২৭১
বীরেন্দ্র সহবাগ-২৫১
হরভজন সিংহ-২৩৬
জাভাগল শ্রীনাথ-২২৯
কপিল দেব-২২৫
সুরেশ রায়না-২২৩
জাহির খান-২০০
কোহলি এখনও পর্যন্ত ১৯৯ টি ম্যাচে মোট ৮,৭৬৭ রান সংগ্রহ করেছেন। এদিনের ম্যাচে তিনি যদি কোনও রান নাও করেন তাহলেও ২০০ ম্যাচ খেলার পর সর্বাধিক রানের রেকর্ড তাঁর নামের পাশেই বসবে। বর্তমানে এই রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের দখলে। ২০০ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ছিল ৮,৬২১ রান। দ্বিতীয় স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ। তাঁর সংগ্রহ ৭,৭৪৭ রান। এরপরে রয়েছেন সচিন, রিকি পন্টিং-এর মতো তারকারা।
গত এক বছরে প্রায় ১০০ স্টাইক রেটে ১,৫৫৫ রান করেছেন কোহলি। এরমধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।
কেরিয়ারের ২০০ তম ম্যাচে ডিভিলিয়ার্স ও সৌরভকে পিছনে ফেলতে চলেছেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2017 09:36 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -