ক্যান্ডি: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা। বাড়তি অ্যাড্রিনালিনের ক্ষরণ। মাঠের লড়াইয়ের আগে মনস্ত্বাত্তিক লড়াই শুরু হয়ে যায় এই ম্যাচে। তবে শনিবারের দ্বৈরথের আগে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল দু দলের ক্রিকেটারদের। পাকিস্তানের ড্রেসিংরুমে ঢুঁ মারলেন বিরাট কোহলি। অনুশীলনের আগে ২ দলের অধিনায়ককেও দেখা গেল হাসিঠাট্টা করতে, হাত মেলাতে। বলা যেতেই পারে ক্য়ান্ডিতে লড়াইয়ের আগে বন্ধুত্বের বাতাবরণ বইছে।
এবারের এশিয়া কাপেই প্রথমবার রোহিত শর্মা ভারতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। ২০১৮ সালে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে জিতেছিলেন। এবারও সুযোগ রয়েছে। গতকাল অনুশীলনের আগে বাবর আজমের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করতে দেখা গেল রোহিতকে। এছাড়া পাকিস্তানের ড্রেসিংরুমে গিয়ে শাদাব খান, শাহিন আফ্রিদিদের সঙ্গে গল্প, আড্ডা, হাসিঠাট্টায় মজে উঠতে দেখা গেল হিটম্যানকে। এছাড়া মাঠে হ্যারিস রউফের সঙ্গেও খোশমেজাজে দেখা মিলল কিং কোহলিকে। এই রউফকেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাকফুটে গিয়ে একটি বিশ্বমানের ছক্কা হাঁকিয়েছিলন লং অফের ওপর দিয়ে। যা বহুল চর্চিত হয়েছিল।
ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখনও পর্যন্ত ১৩২টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফল হয়নি।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত যে ৫৫টি ওয়ান ডে জিতেছে, তার মধ্যে ২৬টি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে ভারতীয় দল। ২৯টি ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। অর্থাৎ, শুরুতে ফিল্ডিং করলে জেতার হার বেশি।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।