ওভাল: ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) যাবতীয় কীর্তি ভেঙে দেবেন। তবে শুক্রবার বিরাট কোহলি (Virat Kohli) এমন এক নজির গড়লেন, যা শুধু সচিন কেন, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ-আমির-সলমন বা হৃতিকের মতো জনপ্রিয় অভিনেতা এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর কারও নেই।
কী এমন কীর্তি গড়েছেন কোহলি? প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে দেড়শো মিলিয়ন ফলোয়ার পেয়ে গিয়েছেন কোহলি। যে রেকর্ডের ধারেকাছে নেই কেউ।
মাঠে হোক বা মাঠের বাইরে, রেকর্ড করাটা তাঁর কাছে নিত্যদিনের ঘটনার মতো হয়ে গিয়েছে এখন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে থাকেন বিরাট কোহলি। শুক্রবার ভারত অধিনায়ক এশিয়ার প্রথম সেলেব্রিটি হিসেবে ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পেয়ে গেলেন।
শুধু প্রথম ক্রিকেটারই নয়, প্রথম ভারতীয় হিসেবেও এই নজির গড়েছেন কোহলি। ইনস্টাগ্রাম থেকে কোহলির আয়ও নেহাত কম নয়। হুপার এইচকিউ-র রিপোর্ট বলছে, ভারতীয় সেলেবদের মধ্যে কোহলিই ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে থাকেন। কোহলি ইনস্টাগ্রামে প্রতিটি স্পনসর্ড পোস্টের জন্য ৫ কোটি টাকা নিয়ে থাকেন। ১৫০ মিলিয়ন ফলোয়ার্সের জন্য এবার থেকে কোহলি তাঁর দর আরও বাড়িয়ে নিতে পারবেন বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।
ওভাল টেস্টেও এক অনন্য নজির গড়েছেন কোহলি। ৪৯০ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩,০০০ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের লেগেছিল ৫২২ ইনিংস। সচিনের চেয়ে ৩২ ইনিংস কম খেলে এই রেকর্ড করেছেন কোহলি। তালিকায় তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এই মাইলফলকে পৌঁছতে খেলেন ৫৪৪ ইনিংস। তার পর রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৫৫১), শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (৫৬৮), ভারতের রাহুল দ্রাবিড় (৫৭৬) এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৬৪৫)। সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র ছয়জন ব্যাটসম্যান ২৩ হাজার রানের মাইলফলকে পা রাখতে পেরেছেন।