নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে যাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মহারণ। বিশ্বক্রিকেটে যেখানেই, যে ফর্ম্যাটেই খেলা হোক না কেন, বিরাট কোহলি (Virat Kohli) প্রায়শই নতুন কোনও রেকর্ড ভাঙেন বা গড়েন। আসন্ন বিশ্বকাপেও এই রীতি বজায় থাকার সম্ভাবনা প্রবল। অজিভূমে একাধিক রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে বিরাটের সামনে। কী সেই রেকর্ডগুলি?
সর্বোচ্চ রান
একদা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সর্বোচ্চ রানের মালিক হলেও, বর্তমানে সেই রেকর্ড রোহিত শর্মার (Rohit Sharma) দখলে। রোহিত ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৩৭৩৭ রান করেছেন। তবে রোহিতের থেকে মাত্র ২৫ রান পিছিয়ে রয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপেই রোহিতকে টপকে যেতে পারেন বিরাট। তবে আরেক তারকা ব্যাটার মার্টিন গাপ্টিলও খুব একটা পিছনে নেই। তিনি ৩৪৯৭ রান করেছেন। তাই রোহিত-কোহলি-গাপ্টিলের এই ত্রয়ীর মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানসংগ্রাহক হওয়ার লড়াইটা এই বিশ্বকাপে দেখা যাবে।
সর্বোচ্চ গড়
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বিরাটের পারফরম্যান্স চমকপ্রদ। অজিভূমে টেস্টে যেমন বিরাটের ব্যাট কথা বলেছে, তেমনই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও তিনি অনবদ্য একাধিক ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৪৫১ রান করেছেন কোহলি। গড় ৬৪.৪২। বিদেশি ব্যাটারদের কেবলমাত্র ইফতিকার আহমেদ, জেপি ডুমিনি এবং আসিলা গুণরত্নেই অজিভূমে কোহলির থেকে অধিক গড়ে রান করেছেন। এ বারের বিশ্বকাপে ডুমিনি ও গুণরত্নে নেই। তাই এ বার কোহলি নিজের ফর্ম অব্যাহত রাখলেই, অজিভূমে টি-টোয়েন্টিতে সর্বাধিক গড়ে রান করা ব্যাটার হয়ে যেতে পারেন।
সর্বাধিক চার
টি-টোয়েন্টিতে সর্বাধিক চার মারার কৃতিত্ব কিন্তু কোহলি, রোহিত বা গাপ্টিল, কারুরই নেই। সেই কৃতিত্ব আর্য়াল্যান্ডের পল স্টার্লিংয়ের দখলে। আইরিশ ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩৪৪টি চার মেরেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তিনি মোট ৩৩৭টি চার মেরেছেন। কোহলি ৩৩১টি চার মারায় তৃতীয় স্থানে রয়েছেন। কোহলির ও স্টার্লিংয়ের মধ্যে ব্যবধান খুব একটা বেশি নয়। তিনি স্টার্লিংকে এ বিষয়ে ছাপিয়ে যেতেই পারেন। অবশ্য এক্ষেত্রেও তাঁর লড়াই হবে রোহিতের সঙ্গেও।
ভারতীয় দলের ভাল পারফরম্যান্সের জন্য কোহলির রান পাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তবে দলগত সাফল্যের পাশাপাশি এই রেকর্ডগুলি গড়ে ব্যক্তিগত সাফল্য পাওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। কোহলি, রোহিতরা ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করবেন।
আরও পড়ুন: রক্ষণাত্মক নয়, শাহিন আফ্রিদির বিরুদ্ধে রোহিতদের আক্রমণাত্মক খেলার পরামর্শ গম্ভীরের