মুম্বই: কানাঘুষো অনেক দিন থেকেই ছিল। বলা হতো, বিরাট কোহলি (Virat Kohli) ইনস্টাগ্রামে একটা পোস্ট থেকেই এমন বিশাল অঙ্কের অর্থ রোজগার করেন যে, চোখ ধাঁধিয়ে যেতে পারে। 


শোরগোল পড়ে গিয়েছিল শিডিউলিং টুল হুপার এইচকিউ ইনস্টাগ্রামে সর্বাধিক উপার্জনকারী সেলিব্রিটিদের নাম এবং আয় প্রকাশ করার পরই। ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন বিরাট কোহলি, দাবি করেছিল ওই সংস্থা। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে রয়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা এশিয়ান খেলোয়াড় হিসেবে রয়েছেন একমাত্র কোহলি।


ইনস্টাগ্রাম থেকে কোহলির উপার্জনের অঙ্কটা জানাজানি হতেই সকলের চোখ কপালে উঠে গিয়েছিল। যদিও এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার, ১২ অগাস্ট একটি এক্স করে কোহলি স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, ইনস্টা থেকে তাঁর উপার্জন সংক্রান্ত খবরটি একেবারেই সঠিক নয়।


কোহলি এক্সে লিখেছেন, ‘যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, সেটা সঠিক নয়।’ শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুসারে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর ইনস্টাগ্রামে পোস্ট থেকে উপার্জনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। কিলিয়ান এমবাপে, নেমারের মতো বিশ্ব বিখ্যাত ফুটবলাররাও ইনস্টায় কোহলির আয়ের থেকে পিছিয়ে বলে জানায় ওই সংস্থা। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর ঠিক পিছনে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।


শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুসারে, তালিকার প্রথম স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি পোস্টে যা আয় করেন, ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা দাঁড়ায় ২৬.৭ কোটি টাকা। ইনস্টায় উপার্জনের ক্ষেত্রে মেসিও খুব পিছিয়ে নেই। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী তারকা প্রতি পোস্টে আয় করেন প্রায় ২১.৫ কোটি টাকা। রোনাল্ডো, মেসি সোশ্যাল মিডিয়ায় আয়ের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন।


ইনস্টাগ্রামে সর্বাধিক আয় করা প্রথম ২০ জনের মধ্যে মাত্র চার জন ক্রীড়াবিদ রয়েছেন। মেসি, রোনাল্ডো, কোহলি এবং নেমার। তালিকার একমাত্র ক্রিকেটার বিরাট কোহলিই। তিনি সব মিলিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছেন। এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবেও রয়েছেন বিরাট কোহলিই।


আরও পড়ুন: ডুরান্ড কাপ দেখতে এসেছি বলে বাবা খুব খুশি, প্রথমবার ফুটবল মাঠে এসে বললেন ভিকি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial